শেরপুরে অভি হত্যা
স্বীকারোক্তি একজনের চারজন রিমান্ডে
বহিষ্কার ৪ যুবলীগ নেতা
বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ নেতা শেখ মর্তুজা কাওসার অভি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে রিয়াজুল ইসলাম বাপ্পি। একইসঙ্গে গ্রেফতার আরিফুর রহমান শুভ, হিমেল, সোহাগ ও জাহিদ হোসেনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার এসব তথ্য নিশ্চিত করেন শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার।
এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত থাকায় শেরপুরের ৪ যুবলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা যুবলীগ। তারা হলো-শেরপুরের মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শেরপুর শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাপ্পি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. এনামুল মুসলিমিন সোহাগ এবং সদস্য আব্দুল আল মাহমুদ হিমেল।
এ বিষয়ে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, সংগঠনবিরোধী কাজে জড়িত থাকায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান শুভর ব্যাপারে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
স্বীকারোক্তি একজনের চারজন রিমান্ডে
শেরপুরে অভি হত্যা
বহিষ্কার ৪ যুবলীগ নেতা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
০২ অক্টোবর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ নেতা শেখ মর্তুজা কাওসার অভি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে রিয়াজুল ইসলাম বাপ্পি। একইসঙ্গে গ্রেফতার আরিফুর রহমান শুভ, হিমেল, সোহাগ ও জাহিদ হোসেনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার এসব তথ্য নিশ্চিত করেন শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার।
এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত থাকায় শেরপুরের ৪ যুবলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা যুবলীগ। তারা হলো-শেরপুরের মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শেরপুর শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাপ্পি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. এনামুল মুসলিমিন সোহাগ এবং সদস্য আব্দুল আল মাহমুদ হিমেল।
এ বিষয়ে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, সংগঠনবিরোধী কাজে জড়িত থাকায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান শুভর ব্যাপারে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023