২৪ বছরে পদার্পণ করল চ্যানেল আই

বর্ণাঢ্য আয়োজন
 যুগান্তর প্রতিবেদন 
০২ অক্টোবর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

২৪ বছরে পদার্পণ করল চ্যানেল আই। বর্ণাঢ্য আয়োজনে শনিবার প্রথম প্রহরে বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে চ্যানেল আই পরিবারের সদস্যরা দীর্ঘ কেক কাটেন। অনুষ্ঠানে অংশ নেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, দিলীপ বড়ুয়া এমপি, বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য আবদুর রশীদ মজুমদার, জহিরউদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার প্রমুখ।

বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনের উপস্থিতিতে পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়। শুভেচ্ছা জানাতে চ্যানেল আই কার্যালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, ডিবি প্রধান হারুনুর রশীদ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির প্রমুখ। ফল ও ফসল নিয়ে শুভেচ্ছা জানান কৃষকরা। শুভেচ্ছা গ্রহণ করেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্য জহিরউদ্দিন মাহমুদ মামুন এবং মুকিত মজুমদার।

চ্যানেল আইয়ের ২৪ বছরে পদাপর্ণ উপলক্ষ্যে আয়োজিত মেলায় ছিল বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল। এ উপলক্ষ্যে ছবি আঁকেন শিল্পী আবদুল মান্নানসহ অনেকে। সঙ্গীত পরিবেশন করে খুরশীদ আলম, ফেরদৌস আরা, সেলিম চৌধুরী, সেরাকণ্ঠ ইমরান, ঝিলিকসহ খুদে গানরাজ ও বাংলার গানের শিল্পীরা। নৃত্য পরিবেশন করেন চ্যানেল আই সেরা নাচিয়ের শিল্পীরা।

সন্ধ্যা ৭টায় বর্ণিল আলোর আতশবাজির মধ্যদিয়ে বিশাল আকৃতির কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি টানেল বিশিষ্টজনরা। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ড. এবিএম আবদুল্লাহ, রাজনৈতিক ব্যক্তিত্ব নাজমা আক্তার, আবদুস সালাম, সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, রেবেকা সুলতানা, শিক্ষাবিদ আসিফ নজরুল, নারী উদ্যোক্তা কনা রেজা প্রমুখ। উল্লেখ্য, ১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। দুই বছর পর এদিন চালু হয় সংবাদ। আর ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন