দিনাজপুর পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
২১ কোটি টাকা বকেয়া
দিনাজপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রায় ২১ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় দিনাজপুর পৌরসভা কার্যালয়ের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকো। এতে স্থবির হয়ে পড়েছে পৌরসভার কার্যক্রম। ঝুঁকির মধ্যে পড়েছে পৌরসভা কার্যালয়ে মজুত করোনার ৪ হাজার টিকা। মঙ্গলবার বিকাল ৪টায় পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় নেসকো।
কোম্পানির দিনাজপুর-২ এর নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেন জানান, প্রায় ১৫ বছর ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি দিনাজপুর পৌরসভা। এতে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৬০২ টাকা। তাদের একাধিকবার সুযোগ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান বলেন, আগাম কোনো নোটিশ না দিয়েই পৌরসভা কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। তিনি প্রায় ১৮ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কথা স্বীকার করেছেন। পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
২১ কোটি টাকা বকেয়া
দিনাজপুর পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
প্রায় ২১ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় দিনাজপুর পৌরসভা কার্যালয়ের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকো। এতে স্থবির হয়ে পড়েছে পৌরসভার কার্যক্রম। ঝুঁকির মধ্যে পড়েছে পৌরসভা কার্যালয়ে মজুত করোনার ৪ হাজার টিকা। মঙ্গলবার বিকাল ৪টায় পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় নেসকো।
কোম্পানির দিনাজপুর-২ এর নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেন জানান, প্রায় ১৫ বছর ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি দিনাজপুর পৌরসভা। এতে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৬০২ টাকা। তাদের একাধিকবার সুযোগ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান বলেন, আগাম কোনো নোটিশ না দিয়েই পৌরসভা কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। তিনি প্রায় ১৮ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কথা স্বীকার করেছেন। পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।