চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু আজ
চট্টগ্রাম ব্যুরো
০১ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে আজ নগরীর আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। প্রতি বছর ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে মাসব্যাপী চলে এই মেলা। এ ছাড়া বিজয়ের মাসে নগরীতে ‘বিজয় শিখা’ প্রজ্বালন করা হয়। তবে ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে। এদিন মেলার কার্যক্রম বন্ধ থাকবে। ১৩ ডিসেম্বর বিকাল ৩টায় নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের গোলচত্বরে বিজয় শিখা প্রজ্বালন করা হবে। বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজয় উদযাপন পরিষদের পক্ষ থেকে এসব তথ্য জানান মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু আজ
চট্টগ্রামে আজ নগরীর আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। প্রতি বছর ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে মাসব্যাপী চলে এই মেলা। এ ছাড়া বিজয়ের মাসে নগরীতে ‘বিজয় শিখা’ প্রজ্বালন করা হয়। তবে ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে। এদিন মেলার কার্যক্রম বন্ধ থাকবে। ১৩ ডিসেম্বর বিকাল ৩টায় নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের গোলচত্বরে বিজয় শিখা প্রজ্বালন করা হবে। বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজয় উদযাপন পরিষদের পক্ষ থেকে এসব তথ্য জানান মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস।