কুড়িগ্রামে গৃহবধূর গলাকাটা লাশ স্বামী গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের গৃহবধূ সাহেরা বেগম হত্যা মামলায় স্বামী মোখলেছুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রাম সদর থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার টিকুর শালখুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন জানান, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে নিজ শয়নকক্ষ থেকে বুধবার রাতে সাহেরা বেগমের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সাহেরা উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের মেয়ে। এ ঘটনার পর স্বামী পলাতক ছিল।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, সাহেরার মাসহ পরিবারের লোকজনের দাবি পারিবারিক কলহের জেরে সাহেরার স্বামী তাকে গলা কেটে হত্যা করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। ঘটনা জানার পর রাতেই পুলিশ লাশ উদ্ধার করে আসামি ধরতে সাঁড়াশি অভিযানে নামে। বৃহস্পতিবার ভোরে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার টিকুর শালখুরিয়া গ্রাম থেকে খুনের অভিযোগে আসামি মোখলেছুর রহমানকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে সোপর্দ করা হলে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। খুনের সময় ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুড়িগ্রামে গৃহবধূর গলাকাটা লাশ স্বামী গ্রেফতার
কুড়িগ্রামের গৃহবধূ সাহেরা বেগম হত্যা মামলায় স্বামী মোখলেছুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রাম সদর থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার টিকুর শালখুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন জানান, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে নিজ শয়নকক্ষ থেকে বুধবার রাতে সাহেরা বেগমের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সাহেরা উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের মেয়ে। এ ঘটনার পর স্বামী পলাতক ছিল।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, সাহেরার মাসহ পরিবারের লোকজনের দাবি পারিবারিক কলহের জেরে সাহেরার স্বামী তাকে গলা কেটে হত্যা করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। ঘটনা জানার পর রাতেই পুলিশ লাশ উদ্ধার করে আসামি ধরতে সাঁড়াশি অভিযানে নামে। বৃহস্পতিবার ভোরে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার টিকুর শালখুরিয়া গ্রাম থেকে খুনের অভিযোগে আসামি মোখলেছুর রহমানকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে সোপর্দ করা হলে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। খুনের সময় ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।