বাংলাদেশের মানুষ আর তাদের ভোট দিবেন না: বগুড়ায় নানক
বগুড়া ব্যুরো
২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াত জোট ২১ আগস্ট গ্রেনেড হামলা করে অনেক মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে। বাসে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। তারা হেলমেট দিয়ে মাথায় আঘাত করে পুলিশ সদস্যকে হত্যা করেছে। তাই বাংলাদেশের মানুষ আর তাদের ভোট দিবেন না। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহরে শহিদ খোকন পার্কে সদর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপুর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এমপি নির্বাচিত হওয়ার চার বছরের মাথায় বিএনপি নেতাদের সংসদ থেকে পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শুল্কমুক্ত গাড়ি, বাড়ি, পূর্বাচলে প্লট নেওয়ার পর তারা বলছেন, থুক্কু আর খেলব না। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে; তাই জনগণ তাদের আর ভোট দিবেন না। প্রধানমন্ত্রী বগুড়ার উপ-নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন; তাই তিনি জাতীয় নেতাদের পাঠিয়েছেন আপনাদের কাছে ভোট চাইতে। আপনারা নৌকা মার্কার প্রার্থী রাগেবুল আহসান রিপুকে ভোট দিন; প্রধানমন্ত্রী আপনাদের উন্নয়ন উপহার দিবেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আবদুর রহমান বলেন, নৌকা প্রার্থী বিজয়ী করতে বগুড়াবাসী সুসংগঠিত হয়েছেন। ১ ফেব্রুয়ারির উপ-নির্বাচনে তারা সমুচিত জবাব দিবেন।
দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বিএনপি শুধু বগুড়াবাসীর সঙ্গে নয়; সারা দেশের মানুষের সঙ্গে ভোট নিয়ে প্রতারণা করেছে। নৌকা মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, আমি ফেরেশতা নই; আমার ভুল-ত্রুটি থাকতে পারে। আমাকে ক্ষমা করে দল-মত নির্বিশেষে ভোট দিন। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আল রাজি জুয়েলের সঞ্চালনায় নির্বাচনি জনসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু প্রমুখ বক্তব্য দেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাংলাদেশের মানুষ আর তাদের ভোট দিবেন না: বগুড়ায় নানক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াত জোট ২১ আগস্ট গ্রেনেড হামলা করে অনেক মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে। বাসে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। তারা হেলমেট দিয়ে মাথায় আঘাত করে পুলিশ সদস্যকে হত্যা করেছে। তাই বাংলাদেশের মানুষ আর তাদের ভোট দিবেন না। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহরে শহিদ খোকন পার্কে সদর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপুর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এমপি নির্বাচিত হওয়ার চার বছরের মাথায় বিএনপি নেতাদের সংসদ থেকে পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শুল্কমুক্ত গাড়ি, বাড়ি, পূর্বাচলে প্লট নেওয়ার পর তারা বলছেন, থুক্কু আর খেলব না। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে; তাই জনগণ তাদের আর ভোট দিবেন না। প্রধানমন্ত্রী বগুড়ার উপ-নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন; তাই তিনি জাতীয় নেতাদের পাঠিয়েছেন আপনাদের কাছে ভোট চাইতে। আপনারা নৌকা মার্কার প্রার্থী রাগেবুল আহসান রিপুকে ভোট দিন; প্রধানমন্ত্রী আপনাদের উন্নয়ন উপহার দিবেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আবদুর রহমান বলেন, নৌকা প্রার্থী বিজয়ী করতে বগুড়াবাসী সুসংগঠিত হয়েছেন। ১ ফেব্রুয়ারির উপ-নির্বাচনে তারা সমুচিত জবাব দিবেন।
দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বিএনপি শুধু বগুড়াবাসীর সঙ্গে নয়; সারা দেশের মানুষের সঙ্গে ভোট নিয়ে প্রতারণা করেছে। নৌকা মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, আমি ফেরেশতা নই; আমার ভুল-ত্রুটি থাকতে পারে। আমাকে ক্ষমা করে দল-মত নির্বিশেষে ভোট দিন। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আল রাজি জুয়েলের সঞ্চালনায় নির্বাচনি জনসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু প্রমুখ বক্তব্য দেন।