বাখরাবাদ গ্যাস অফিসার অ্যাসোসিয়েশন নেতা লাঞ্ছিত
কর্মচারী নেতাদের বিরুদ্ধে থানায় ডায়েরি
কুমিল্লা ব্যুরো
২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক, কোম্পানির জনসংযোগ বিভাগের কর্মকর্তা এবং অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেনকে লাঞ্ছিত এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। ওই কোম্পানিতে কর্মরত কর্মচারী পরিষদের নবনির্বাচিত নেতাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এতে ওই কোম্পানির কর্মকর্তাদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
এদিকে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করে থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই কর্মকর্তা। বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি অবগত করা হয়। ডায়েরিতে বেলায়েত হোসেন উল্লেখ করেন, ২৪ জানুয়ারি সকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে নবনির্বাচিত কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল খায়ের সরকার ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (স্বপন) তাকে গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
পরবর্তীতে তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এ সময় বাখরাবাদের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে থামানোর চেষ্টা করেন। এরকম অপেশাদার, আক্রমণাত্মক ও অশোভনীয় আচরণে বেলায়েত হোসেন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে ডায়েরিতে উল্লেখ করা হয়। পরে এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি পরিবার ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরি করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কর্মচারী নেতাদের বিরুদ্ধে থানায় ডায়েরি
বাখরাবাদ গ্যাস অফিসার অ্যাসোসিয়েশন নেতা লাঞ্ছিত
কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক, কোম্পানির জনসংযোগ বিভাগের কর্মকর্তা এবং অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেনকে লাঞ্ছিত এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। ওই কোম্পানিতে কর্মরত কর্মচারী পরিষদের নবনির্বাচিত নেতাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এতে ওই কোম্পানির কর্মকর্তাদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
এদিকে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করে থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই কর্মকর্তা। বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি অবগত করা হয়। ডায়েরিতে বেলায়েত হোসেন উল্লেখ করেন, ২৪ জানুয়ারি সকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে নবনির্বাচিত কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল খায়ের সরকার ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (স্বপন) তাকে গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
পরবর্তীতে তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এ সময় বাখরাবাদের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে থামানোর চেষ্টা করেন। এরকম অপেশাদার, আক্রমণাত্মক ও অশোভনীয় আচরণে বেলায়েত হোসেন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে ডায়েরিতে উল্লেখ করা হয়। পরে এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি পরিবার ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরি করেন।