ভালো কাজ করলে মানুষ মনে রাখে
ভোলায় তোফায়েল আহমেদ
ভোলা প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জন্ম নিলেই মরতে হবে-এটি যেমনি চিরন্তন, তেমনি ভালো কাজ করলে মানুষ মনে রাখে। আমাদের সবাইকে ভালো কাজে থাকতে হবে। ভোলা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার জানাজার আগে তিনি এসব কথা বলেন। শহরের টাউন কমিটি মাধ্যমিক স্কুল (বাংলাস্কুল) মাঠে শুক্রবার সকাল ১১টায় জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় গোলাম মোস্তফার রাজনীতি ও দলের জন্য ত্যাগের বিষয় তুলে ধরে তার আত্মার শান্তি কামনা করেন তোফায়েল আহমেদ। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় গোলাম মোস্তফার প্রতি সম্মান জানানো হয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদেও পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জানাজায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল, সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অহিদুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ আশরাফ হোসেন লাভু প্রমুখ। পরে তোফায়েল আহমেদ জেলা সদরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ ছাড়া বৃহস্পতিবার রাতে কোড়ালিয়া বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শীর্ষ এ নেতা। তোফায়েল আহমদে ৫ দিনের সফরে বুধবার রাতে ভোলায় আসেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভোলায় তোফায়েল আহমেদ
ভালো কাজ করলে মানুষ মনে রাখে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জন্ম নিলেই মরতে হবে-এটি যেমনি চিরন্তন, তেমনি ভালো কাজ করলে মানুষ মনে রাখে। আমাদের সবাইকে ভালো কাজে থাকতে হবে। ভোলা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার জানাজার আগে তিনি এসব কথা বলেন। শহরের টাউন কমিটি মাধ্যমিক স্কুল (বাংলাস্কুল) মাঠে শুক্রবার সকাল ১১টায় জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় গোলাম মোস্তফার রাজনীতি ও দলের জন্য ত্যাগের বিষয় তুলে ধরে তার আত্মার শান্তি কামনা করেন তোফায়েল আহমেদ। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় গোলাম মোস্তফার প্রতি সম্মান জানানো হয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদেও পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জানাজায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল, সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অহিদুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ আশরাফ হোসেন লাভু প্রমুখ। পরে তোফায়েল আহমেদ জেলা সদরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ ছাড়া বৃহস্পতিবার রাতে কোড়ালিয়া বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শীর্ষ এ নেতা। তোফায়েল আহমদে ৫ দিনের সফরে বুধবার রাতে ভোলায় আসেন।