মজুরি বোর্ড গঠন ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি
ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি
যুগান্তর প্রতিবেদন
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণা করে অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন ও প্রতিটি কারখানায় রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন গার্মেন্ট শ্রমিকরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত শ্রমিক সমাবেশে তারা এ দাবি জানান। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে গার্মেন্ট শ্রমিকরা তাদের বর্তমান মজুরি দিয়ে কোনোভাবেই সংসার চালাতে পারছে না। অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে তাদের। তারপরও তারা পোশাক তৈরি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কারখানায় রেশনিং ব্যবস্থা চালু করা জরুরি। কিন্তু তাও হচ্ছে না। এ সময় তারা ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করে নতুন মজুরি বোর্ড গঠন ও রেশনিং ব্যবস্থা চালুর জন্য শ্রমিকদের প্রতিটি কারখানায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আয়োজক সংগঠনের সহ-সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, গার্মেন্ট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম-সমন্বয়কারী কামরুল আহসান, আব্দুল ওয়াহেদ ও ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ কাউন্সিলের সভাপতি আমিরুল হক আমিন। সমাবেশ শেষে তারা লাল পতাকা মিছিল করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি
মজুরি বোর্ড গঠন ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি
ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণা করে অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন ও প্রতিটি কারখানায় রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন গার্মেন্ট শ্রমিকরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত শ্রমিক সমাবেশে তারা এ দাবি জানান। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে গার্মেন্ট শ্রমিকরা তাদের বর্তমান মজুরি দিয়ে কোনোভাবেই সংসার চালাতে পারছে না। অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে তাদের। তারপরও তারা পোশাক তৈরি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কারখানায় রেশনিং ব্যবস্থা চালু করা জরুরি। কিন্তু তাও হচ্ছে না। এ সময় তারা ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করে নতুন মজুরি বোর্ড গঠন ও রেশনিং ব্যবস্থা চালুর জন্য শ্রমিকদের প্রতিটি কারখানায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আয়োজক সংগঠনের সহ-সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, গার্মেন্ট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম-সমন্বয়কারী কামরুল আহসান, আব্দুল ওয়াহেদ ও ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ কাউন্সিলের সভাপতি আমিরুল হক আমিন। সমাবেশ শেষে তারা লাল পতাকা মিছিল করেন।