নকলায় ইউনিয়ন আ.লীগের সম্মেলন এক পক্ষের হামলা
আহত ১০
শেরপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এক পক্ষের হামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার নারায়ণখোলা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে এ হামলার ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্মেলনে আলোচনা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের নতুন সভাপতি পদে শামসুজ্জামান ডেবিট ও সাধারণ সম্পাদক পদে সিয়ামুল বাদশার নাম ঘোষণা করা হয়। সভাপতি হিসাবে শামসুজ্জামানের নাম ঘোষণা করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর ভাতিজা গোলাম সারোয়ারের সমর্থকরা সমাবেশ স্থলে অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়। ক্ষতিগ্রস্ত হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর গাড়িটিও। পরে নকলা থানা পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে হামলার সঙ্গে জড়িত নন দাবি করে তিনি বলেন, ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের মতামত নিয়ে ইউনিয়ন কমিটির সভাপতির নাম ঘোষণা করার কথা থাকলেও তা না করে রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করে সভাপতি পদে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বিতর্কিত শামসুজ্জামানের নাম ঘোষণা করলে উত্তেজিত হয়ে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটে। আমাকে ও আমার স্বজনদের জড়িয়ে অনর্থক মিথ্যা অভিযোগ আনা হয়েছে। বরং আমি সেখানে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।
এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নকলা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে থানায় এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নকলায় ইউনিয়ন আ.লীগের সম্মেলন এক পক্ষের হামলা
আহত ১০
শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এক পক্ষের হামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার নারায়ণখোলা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে এ হামলার ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্মেলনে আলোচনা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের নতুন সভাপতি পদে শামসুজ্জামান ডেবিট ও সাধারণ সম্পাদক পদে সিয়ামুল বাদশার নাম ঘোষণা করা হয়। সভাপতি হিসাবে শামসুজ্জামানের নাম ঘোষণা করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর ভাতিজা গোলাম সারোয়ারের সমর্থকরা সমাবেশ স্থলে অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়। ক্ষতিগ্রস্ত হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর গাড়িটিও। পরে নকলা থানা পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে হামলার সঙ্গে জড়িত নন দাবি করে তিনি বলেন, ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের মতামত নিয়ে ইউনিয়ন কমিটির সভাপতির নাম ঘোষণা করার কথা থাকলেও তা না করে রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করে সভাপতি পদে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বিতর্কিত শামসুজ্জামানের নাম ঘোষণা করলে উত্তেজিত হয়ে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটে। আমাকে ও আমার স্বজনদের জড়িয়ে অনর্থক মিথ্যা অভিযোগ আনা হয়েছে। বরং আমি সেখানে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।
এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নকলা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে থানায় এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।