রোজার আগেই লাগামহীন রাজশাহীর পণ্য বাজার
রমজান মাস শুরু হতে বাকি আর দুইদিন। এই রোজার মাসকে সামনে মাত্র তিনদিনের ব্যবধানে রাজশাহীর বাজারে আরেক দফা বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। একদিন আগেও যে পেঁয়াজের কেজি ছিল ৩৫ টাকা। একদিনের ব্যবধানে হয়ে গেছে ৪৫ টাকা কেজি। কোনো কারণ ছাড়াই পণ্যমূল্য লাফ দিয়ে ওঠায় রীতিমতো আতঙ্কিত ক্রেতা সাধারণ। রাজশাহীর কয়েকটি বাজার খোঁজ নিয়ে দেখা গেছে, রোজার পণ?্য হিসেবে পরিচিত বেগুন ও শসার দাম তিনদিনের ব?্যবধানে কেজিতে বেড়েছে ২০ টাকা করে। আর একই সময়ে লেবুর দাম বেড়েছে হালিতে ৫ থেকে ১৫ টাকা করে। এছাড়াও কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।
রাজশাহীর বাজার ঘুরে দেখা গেছে, গত শুক্রবার মান ভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়। সেই বেগুন মঙ্গলবার বাজারে বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। মাত্র তিনদিনের ব?্যবধানে কেজিতে ২০ টাকা করে বেড়েছে শসার দাম। গত শনিবার যে শসা বাজারে বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি, সেগুলো মঙ্গলবার বিক্রি হয়েছে ৫০ টাকায়। একই চিত্র লেবুর বাজারেও। গত শুক্রবার প্রতি হালি লেবু বিক্রি হয় ২৫ থেকে ৩০ টাকা হালি। সেই লেবু মঙ্গলবার বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। আর এই সময়ে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
এছাড়াও রাজশাহীর বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে পটল, ঢ্যাঁড়শ ও করলার দাম। মঙ্গলবার রাজশাহীর সাহেব বাজারে পটল ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা ও করলা ১০০ টাকা কেজি করে বিক্রি হতে দেখা গেছে। এছাড়াও শিম ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, প্রতি কেজি ডুমুর ৬০ টাকা, সজনে ডাঁটা ১২০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদার দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে ২০ টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
এদিকে, রোজা আসার মাস খানেক আগেই মাছ-মাংস ও ডিমের বাজার চড়েছে রাজশাহীতে। মঙ্গলবার গরুর মাংস বিক্রি হয়েছে ৭০০ টাকা কেজি দরে। আর খাসির মাংসের দাম এক হাজার ২০০ টাকা কেজি। রাজশাহীর বাজারে লাল ডিম ৪৮ টাকা এবং সাদা ডিম ৪৪ টাকা হালি বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি করে। সোনালি মুরগি ৩৫০ টাকা, দেশি মুরগি ৫৫০ টাকা ও লেয়ার মুরগি ২৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রোজার আগেই লাগামহীন রাজশাহীর পণ্য বাজার
রমজান মাস শুরু হতে বাকি আর দুইদিন। এই রোজার মাসকে সামনে মাত্র তিনদিনের ব্যবধানে রাজশাহীর বাজারে আরেক দফা বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। একদিন আগেও যে পেঁয়াজের কেজি ছিল ৩৫ টাকা। একদিনের ব্যবধানে হয়ে গেছে ৪৫ টাকা কেজি। কোনো কারণ ছাড়াই পণ্যমূল্য লাফ দিয়ে ওঠায় রীতিমতো আতঙ্কিত ক্রেতা সাধারণ। রাজশাহীর কয়েকটি বাজার খোঁজ নিয়ে দেখা গেছে, রোজার পণ?্য হিসেবে পরিচিত বেগুন ও শসার দাম তিনদিনের ব?্যবধানে কেজিতে বেড়েছে ২০ টাকা করে। আর একই সময়ে লেবুর দাম বেড়েছে হালিতে ৫ থেকে ১৫ টাকা করে। এছাড়াও কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।
রাজশাহীর বাজার ঘুরে দেখা গেছে, গত শুক্রবার মান ভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়। সেই বেগুন মঙ্গলবার বাজারে বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। মাত্র তিনদিনের ব?্যবধানে কেজিতে ২০ টাকা করে বেড়েছে শসার দাম। গত শনিবার যে শসা বাজারে বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি, সেগুলো মঙ্গলবার বিক্রি হয়েছে ৫০ টাকায়। একই চিত্র লেবুর বাজারেও। গত শুক্রবার প্রতি হালি লেবু বিক্রি হয় ২৫ থেকে ৩০ টাকা হালি। সেই লেবু মঙ্গলবার বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। আর এই সময়ে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
এছাড়াও রাজশাহীর বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে পটল, ঢ্যাঁড়শ ও করলার দাম। মঙ্গলবার রাজশাহীর সাহেব বাজারে পটল ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা ও করলা ১০০ টাকা কেজি করে বিক্রি হতে দেখা গেছে। এছাড়াও শিম ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, প্রতি কেজি ডুমুর ৬০ টাকা, সজনে ডাঁটা ১২০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদার দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে ২০ টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
এদিকে, রোজা আসার মাস খানেক আগেই মাছ-মাংস ও ডিমের বাজার চড়েছে রাজশাহীতে। মঙ্গলবার গরুর মাংস বিক্রি হয়েছে ৭০০ টাকা কেজি দরে। আর খাসির মাংসের দাম এক হাজার ২০০ টাকা কেজি। রাজশাহীর বাজারে লাল ডিম ৪৮ টাকা এবং সাদা ডিম ৪৪ টাকা হালি বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি করে। সোনালি মুরগি ৩৫০ টাকা, দেশি মুরগি ৫৫০ টাকা ও লেয়ার মুরগি ২৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।