বোয়ালমারীতে পিস্তল গোঁজা সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার
jugantor
বোয়ালমারীতে পিস্তল গোঁজা সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

  ফরিদপুর ব্যুরো  

২৮ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করার ঘটনায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিংকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর ৫ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে তাকে রোববার দুপুরে আটক করে পুলিশ। এর আগে শনিবার সকালের দিকে তিনি ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, আমরা ঘটনার সঠিক তদন্ত চাই। প্রয়োজনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল বলেন, শুভ্র কাজটি ঠিক করেনি। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব বলেন, পিস্তলের ছবি ফেসবুকে দিয়ে ভয় ও ত্রাস সৃষ্টি করার কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ্রদেব সেটি খেলনা পিস্তল ছিল বলে দাবি জানালেও সেটি দিতে পারেননি। পিস্তলটি ঢাকায় আছে বলে জানান। তাই তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে আসল বিষয় জানা সম্ভব হবে।

বোয়ালমারীতে পিস্তল গোঁজা সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

 ফরিদপুর ব্যুরো 
২৮ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করার ঘটনায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিংকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর ৫ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে তাকে রোববার দুপুরে আটক করে পুলিশ। এর আগে শনিবার সকালের দিকে তিনি ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, আমরা ঘটনার সঠিক তদন্ত চাই। প্রয়োজনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল বলেন, শুভ্র কাজটি ঠিক করেনি। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব বলেন, পিস্তলের ছবি ফেসবুকে দিয়ে ভয় ও ত্রাস সৃষ্টি করার কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ্রদেব সেটি খেলনা পিস্তল ছিল বলে দাবি জানালেও সেটি দিতে পারেননি। পিস্তলটি ঢাকায় আছে বলে জানান। তাই তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে আসল বিষয় জানা সম্ভব হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন