ঈশ্বরদী ইপিজেডে আন্দোলনের মুখে দোভাষী অপসারণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদী ইপিজেডে অবস্থিত জাপানি পোশাক কারখানা নাকানো ইন্টারন্যাশনালের দোভাষী সুইটি আকতারকে সোমবার অপসারণ করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি করেন শ্রমিক-কর্মচারীরা। এরপর তাকে অপসারণ করা হয়।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে ঈশ্বরদী ইপিজেডের সামনে কর্তৃপক্ষ অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীদের দাবি, দোভাষী সুইটি আকতার শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শ্রমিক নিয়োগের নামে লাখ লাখ হাতিয়ে নিলেও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। রমজান মাসে শ্রমিকদের ভাতা বাড়ানোর কথা ছিল, তা না করে উলটো কথায় কথায় শ্রমিক ছাঁটাই শুরু করেছে।
ঈশ্বরদী ইপিজেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান বলেন, দোভাষী সুইটি আকতারকে আপাতত চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঈশ্বরদী ইপিজেডে আন্দোলনের মুখে দোভাষী অপসারণ
ঈশ্বরদী ইপিজেডে অবস্থিত জাপানি পোশাক কারখানা নাকানো ইন্টারন্যাশনালের দোভাষী সুইটি আকতারকে সোমবার অপসারণ করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি করেন শ্রমিক-কর্মচারীরা। এরপর তাকে অপসারণ করা হয়।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে ঈশ্বরদী ইপিজেডের সামনে কর্তৃপক্ষ অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীদের দাবি, দোভাষী সুইটি আকতার শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শ্রমিক নিয়োগের নামে লাখ লাখ হাতিয়ে নিলেও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। রমজান মাসে শ্রমিকদের ভাতা বাড়ানোর কথা ছিল, তা না করে উলটো কথায় কথায় শ্রমিক ছাঁটাই শুরু করেছে।
ঈশ্বরদী ইপিজেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান বলেন, দোভাষী সুইটি আকতারকে আপাতত চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।