শিমুলসহ ৯ জনের জামিন নামঞ্জুর, ৯ জনকে শোকজ
সিংড়ায় ছাত্রলীগ ও যুবলীগ নেতার ওপর হামলা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটোরের সিংড়ায় ছাত্রলীগ ও যুবলীগ নেতার ওপর হামলার মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল পারভেজসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তারা সোমবার দুপুরে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।
দলীয় পদের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে উপজেলার চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোর্ত্তজা মো. জামি ওরফে জজ ও যুবলীগ নেতা রুহুল আমিনের ওপর ২২ মার্চ বিকালে এ হামলা হয়। এ ঘটনায় রাতেই দলীয় ২১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন আহত যুবলীগ নেতা রুহুল আমিনের ভাই বাইজিদ বোস্তামি।
তিনি জানান, তার ভাই বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি রয়েছেন। তার দুই পা ভেঙে দেওয়া হয়েছে। দুই হাত কুপিয়ে জখম করা হয়েছে। বাম কানে রক্ত আসছে। এছাড়া মামলা করায় তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। তাদের একজনের জামিন নামঞ্জুর হয়েছে। এ ছাড়া সোমবার অভিযুক্ত নয়জন আদালতে জামিন নিতে গিয়ে জেলহাজতে যাওয়ার খবর পেয়েছি।
এদিকে এ হামলায় জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু বক্কর সিদ্দিক, চৌগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সুমন এবং চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসিফ নেওয়াজ আগুনসহ ইউনিয়ন ছাত্রলীগের আরও পাঁচ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন। নোটিশপ্রাপ্ত ছাত্রলীগের অপর পাঁচজন হলেন চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নাহিদ আলী ও প্রান্ত আহমেদ সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি ও রাকিবুল হাসান এবং সদস্য সাব্বির হোসেন। তাদের সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা জবাবের অপেক্ষায় আছি।
উল্লেখ্য, এ ঘটনার রাতেই চৌগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রাব্বানী মিঠন ও সাধারণ সম্পাদক শাহীন আলমকে বহিষ্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিংড়ায় ছাত্রলীগ ও যুবলীগ নেতার ওপর হামলা
শিমুলসহ ৯ জনের জামিন নামঞ্জুর, ৯ জনকে শোকজ
নাটোরের সিংড়ায় ছাত্রলীগ ও যুবলীগ নেতার ওপর হামলার মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল পারভেজসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তারা সোমবার দুপুরে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।
দলীয় পদের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে উপজেলার চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোর্ত্তজা মো. জামি ওরফে জজ ও যুবলীগ নেতা রুহুল আমিনের ওপর ২২ মার্চ বিকালে এ হামলা হয়। এ ঘটনায় রাতেই দলীয় ২১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন আহত যুবলীগ নেতা রুহুল আমিনের ভাই বাইজিদ বোস্তামি।
তিনি জানান, তার ভাই বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি রয়েছেন। তার দুই পা ভেঙে দেওয়া হয়েছে। দুই হাত কুপিয়ে জখম করা হয়েছে। বাম কানে রক্ত আসছে। এছাড়া মামলা করায় তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। তাদের একজনের জামিন নামঞ্জুর হয়েছে। এ ছাড়া সোমবার অভিযুক্ত নয়জন আদালতে জামিন নিতে গিয়ে জেলহাজতে যাওয়ার খবর পেয়েছি।
এদিকে এ হামলায় জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু বক্কর সিদ্দিক, চৌগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সুমন এবং চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসিফ নেওয়াজ আগুনসহ ইউনিয়ন ছাত্রলীগের আরও পাঁচ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন। নোটিশপ্রাপ্ত ছাত্রলীগের অপর পাঁচজন হলেন চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নাহিদ আলী ও প্রান্ত আহমেদ সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি ও রাকিবুল হাসান এবং সদস্য সাব্বির হোসেন। তাদের সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা জবাবের অপেক্ষায় আছি।
উল্লেখ্য, এ ঘটনার রাতেই চৌগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রাব্বানী মিঠন ও সাধারণ সম্পাদক শাহীন আলমকে বহিষ্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।