যশোরে আদালত চত্বরে আইনজীবীদের মারামারি
jugantor
যশোরে আদালত চত্বরে আইনজীবীদের মারামারি

  যশোর ব্যুরো  

২৮ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

যশোরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে দুই সিনিয়র আইনজীবীর সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

মামলা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সোমবার বেলা ১টার দিকে আইনজীবী কাজী ফরিদুল ইসলাম ও ব্যারিস্টার একেএম মোর্ত্তজার সমর্থকদের মধ্যে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম একটি মামলায় বাদী পক্ষের আইনজীবী। ওই মামলার বাদীর অনুপস্থিতিতে মামলার আপোসনামায় (প্রত্যাহার) তাকে স্বাক্ষর করতে বলা হয়। কিন্তু ফরিদুল ইসলাম স্বাক্ষর করতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হন ব্যারিস্টার একেএম মোর্ত্তজা ও তার সহযোগীরা।

পরে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ দেয়নি।

যশোরে আদালত চত্বরে আইনজীবীদের মারামারি

 যশোর ব্যুরো 
২৮ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

যশোরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে দুই সিনিয়র আইনজীবীর সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

মামলা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সোমবার বেলা ১টার দিকে আইনজীবী কাজী ফরিদুল ইসলাম ও ব্যারিস্টার একেএম মোর্ত্তজার সমর্থকদের মধ্যে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম একটি মামলায় বাদী পক্ষের আইনজীবী। ওই মামলার বাদীর অনুপস্থিতিতে মামলার আপোসনামায় (প্রত্যাহার) তাকে স্বাক্ষর করতে বলা হয়। কিন্তু ফরিদুল ইসলাম স্বাক্ষর করতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হন ব্যারিস্টার একেএম মোর্ত্তজা ও তার সহযোগীরা।

পরে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ দেয়নি।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন