মৌলভীবাজারে চাচার হাতে প্রাণ গেল ভাতিজার
jugantor
মৌলভীবাজারে চাচার হাতে প্রাণ গেল ভাতিজার

  সিলেট ব্যুরো  

০১ এপ্রিল ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজার সদর উপজেলায় চাচার হাতে ভাতিজা রাজু মিয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজু সদর উপজেলার আপার কাগাবালার (সাতবাক) হাদিস মিয়ার ছেলে। পেশায় সিএনজি অটোরিকশা চালক। পুলিশ ও স্থানীয়রা জানান, দুবাই প্রবাসী শাহ আলম দেশে এসে জানতে পারেন স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত রাজু। বিষয়টি টের পেলে বুধবার উপজেলার বিন্নিগ্রামে চাচারা মিলে অভিযুক্তকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। জড়িতদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজারে চাচার হাতে প্রাণ গেল ভাতিজার

 সিলেট ব্যুরো 
০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজার সদর উপজেলায় চাচার হাতে ভাতিজা রাজু মিয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজু সদর উপজেলার আপার কাগাবালার (সাতবাক) হাদিস মিয়ার ছেলে। পেশায় সিএনজি অটোরিকশা চালক। পুলিশ ও স্থানীয়রা জানান, দুবাই প্রবাসী শাহ আলম দেশে এসে জানতে পারেন স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত রাজু। বিষয়টি টের পেলে বুধবার উপজেলার বিন্নিগ্রামে চাচারা মিলে অভিযুক্তকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। জড়িতদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন