বরুড়ায় অস্ত্র গুলিসহ ডাকাত মনির গ্রেফতার
কুমিল্লার বরুড়ায় দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ কুখ্যাত ডাকাত মনির হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ভঙ্গুয়া ব্রিজের মুড়িয়ারাগামী সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। মনির বরুড়া ঝলম মোল্লাবাড়ির মৃত আবদুল মমিনের ছেলে। বরুড়া থানায় তার নামে ডাকাতি ও ছিনতাইসহ ২১টি মামলা রয়েছে।
বরুড়া থানার ওসি ফিরোজ আহমেদ জানান, মনির ঝলম ও চিতড্ডা ইউনিয়নসহ আশপাশের এলাকায় সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে জড়িত ছিল। এ ব্যাপারে থানায় আরও একটি মামলা হয়েছে। ডাকাত মনিরের গ্রেফতারের সংবাদে বরুড়ায় স্বস্তি ফিরেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বরুড়ায় অস্ত্র গুলিসহ ডাকাত মনির গ্রেফতার
কুমিল্লার বরুড়ায় দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ কুখ্যাত ডাকাত মনির হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ভঙ্গুয়া ব্রিজের মুড়িয়ারাগামী সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। মনির বরুড়া ঝলম মোল্লাবাড়ির মৃত আবদুল মমিনের ছেলে। বরুড়া থানায় তার নামে ডাকাতি ও ছিনতাইসহ ২১টি মামলা রয়েছে।
বরুড়া থানার ওসি ফিরোজ আহমেদ জানান, মনির ঝলম ও চিতড্ডা ইউনিয়নসহ আশপাশের এলাকায় সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে জড়িত ছিল। এ ব্যাপারে থানায় আরও একটি মামলা হয়েছে। ডাকাত মনিরের গ্রেফতারের সংবাদে বরুড়ায় স্বস্তি ফিরেছে।