গোয়ালন্দে ইয়াবা দিয়ে নিরীহ নারীকে ফাঁসানোর চেষ্টা
jugantor
গোয়ালন্দে ইয়াবা দিয়ে নিরীহ নারীকে ফাঁসানোর চেষ্টা

  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি  

০২ এপ্রিল ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাদকসেবী ও পুলিশের কথিত সোর্সদের চক্রান্তে ফেঁসে যাচ্ছিলেন চা বিক্রেতা অসহায় এক নারী। পাশের দোকানে স্থাপিত সিসিটিভিতে ধারণ করা ভিডিও ফুটেজে তার কোনো সংশ্লিষ্টতা না থাকায় পুলিশ তাকে ছেড়ে ছিয়েছে। শনিবার সকালে উপজেলার দৌলতদিয়া বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ চক্রান্তকারীদের খুঁজছে।

দৌলতদিয়া বাজারের নুরু চেয়ারম্যান গলির সড়কের পাশে ১৫-১৬ বছর ধরে চা বিক্রি করেন ওই নারী। দীর্ঘদিন স্বামীর সঙ্গে সম্পর্ক না থাকলেও সংগ্রামী ওই নারীর এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে। চা বিক্রির আয় দিয়ে তিনি ভাড়া বাসায় থাকেন। দুই মেয়েকে লেখাপড়া করান। ইতোমধ্যে বড় মেয়েকে বিয়েও দেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় তার দোকানে চা খেতে আসেন রাজবাড়ী সদর উপজেলার মো. আবদুর রব, জুয়েল শিকদার ও অজ্ঞাত আরও একজন। এ সময় চা বিক্রেতা নারী পার্শ্ববর্তী আলমগীর হোসেনের দোকানে চা-বিস্কুট দিতে গেলে চক্রান্তকারীরা কৌশলে তার দোকানের একটি কৌটায় ৪০-৪২ পিস ইয়াবা ট্যাবলেট রেখে দিয়ে নিজেরাই থানা পুলিশে খবর দেন। কয়েক মিনিট পর পুলিশ এলে তারাই ইয়াবাগুলো দেখিয়ে দিয়ে পুলিশে ধরিয়ে দেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় হয়। সাধারণ ব্যবসায়ীর ওই মহিলার সপক্ষে কথা বলেন। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ভিডিও ফুটেজ যাচাই, এলাকার লোকজনের সুপারিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ওই নারীকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশে খবর দেওয়া লোকগুলো পালিয়ে গেছে।

গোয়ালন্দে ইয়াবা দিয়ে নিরীহ নারীকে ফাঁসানোর চেষ্টা

 গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
০২ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাদকসেবী ও পুলিশের কথিত সোর্সদের চক্রান্তে ফেঁসে যাচ্ছিলেন চা বিক্রেতা অসহায় এক নারী। পাশের দোকানে স্থাপিত সিসিটিভিতে ধারণ করা ভিডিও ফুটেজে তার কোনো সংশ্লিষ্টতা না থাকায় পুলিশ তাকে ছেড়ে ছিয়েছে। শনিবার সকালে উপজেলার দৌলতদিয়া বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ চক্রান্তকারীদের খুঁজছে।

দৌলতদিয়া বাজারের নুরু চেয়ারম্যান গলির সড়কের পাশে ১৫-১৬ বছর ধরে চা বিক্রি করেন ওই নারী। দীর্ঘদিন স্বামীর সঙ্গে সম্পর্ক না থাকলেও সংগ্রামী ওই নারীর এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে। চা বিক্রির আয় দিয়ে তিনি ভাড়া বাসায় থাকেন। দুই মেয়েকে লেখাপড়া করান। ইতোমধ্যে বড় মেয়েকে বিয়েও দেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় তার দোকানে চা খেতে আসেন রাজবাড়ী সদর উপজেলার মো. আবদুর রব, জুয়েল শিকদার ও অজ্ঞাত আরও একজন। এ সময় চা বিক্রেতা নারী পার্শ্ববর্তী আলমগীর হোসেনের দোকানে চা-বিস্কুট দিতে গেলে চক্রান্তকারীরা কৌশলে তার দোকানের একটি কৌটায় ৪০-৪২ পিস ইয়াবা ট্যাবলেট রেখে দিয়ে নিজেরাই থানা পুলিশে খবর দেন। কয়েক মিনিট পর পুলিশ এলে তারাই ইয়াবাগুলো দেখিয়ে দিয়ে পুলিশে ধরিয়ে দেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় হয়। সাধারণ ব্যবসায়ীর ওই মহিলার সপক্ষে কথা বলেন। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ভিডিও ফুটেজ যাচাই, এলাকার লোকজনের সুপারিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ওই নারীকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশে খবর দেওয়া লোকগুলো পালিয়ে গেছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন