নতুন কমিটি প্রত্যাখ্যান একাংশের
চট্টগ্রাম নগর মহিলা দল
চট্টগ্রাম ব্যুরো
০২ এপ্রিল ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম মহানগর মহিলা দলের ঘোষিত নতুন কমিটি প্রত্যাখ্যান করেছে দলের একাংশ। এ কমিটি বাতিল না করা পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন তারা। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে শনিবার এ ঘোষণা করা হয়। এতে নতুন কমিটি থেকে পদত্যাগ করা ১৩ জনসহ বেশ কজন নেত্রী উপস্থিত ছিলেন।
কেন্দ্র থেকে বৃহস্পতিবার নগর মহিলা দলের ১৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনিকে সভাপতি ও জেলি চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে নতুন কমিটিতে। মনি আগেও নগর মহিলা দলের সভাপতি ছিলেন। এ কমিটি ঘোষণার পরপরই অবমূল্যায়নের অভিযোগে একযোগে পদত্যাগ করেন গত কমিটির সহসভাপতি জেসমিনা খানম ও শাহিদা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক আঁখি সুলতানা, প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা, সাংগঠনিক সম্পাদক গুলজার বেগমসহ নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া ১৩ জন।
সংবাদ সম্মেলনে জেসমিনা খানম বলেন, চট্টগ্রামে দেওয়া মহিলা দলের এ নতুন কমিটির ১০ জনকেও আমরা চিনি না। শুভংকরের ফাঁকির মতো কমিটি দিয়ে গেলেই মেনে নেব, এমনটা হতে পারে না। আমরা মোট ৩৫ জন এ কমিটিকে প্রত্যাখ্যান করেছি। আরও অনেকে করবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রাম নগর মহিলা দল
নতুন কমিটি প্রত্যাখ্যান একাংশের
চট্টগ্রাম মহানগর মহিলা দলের ঘোষিত নতুন কমিটি প্রত্যাখ্যান করেছে দলের একাংশ। এ কমিটি বাতিল না করা পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন তারা। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে শনিবার এ ঘোষণা করা হয়। এতে নতুন কমিটি থেকে পদত্যাগ করা ১৩ জনসহ বেশ কজন নেত্রী উপস্থিত ছিলেন।
কেন্দ্র থেকে বৃহস্পতিবার নগর মহিলা দলের ১৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনিকে সভাপতি ও জেলি চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে নতুন কমিটিতে। মনি আগেও নগর মহিলা দলের সভাপতি ছিলেন। এ কমিটি ঘোষণার পরপরই অবমূল্যায়নের অভিযোগে একযোগে পদত্যাগ করেন গত কমিটির সহসভাপতি জেসমিনা খানম ও শাহিদা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক আঁখি সুলতানা, প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা, সাংগঠনিক সম্পাদক গুলজার বেগমসহ নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া ১৩ জন।
সংবাদ সম্মেলনে জেসমিনা খানম বলেন, চট্টগ্রামে দেওয়া মহিলা দলের এ নতুন কমিটির ১০ জনকেও আমরা চিনি না। শুভংকরের ফাঁকির মতো কমিটি দিয়ে গেলেই মেনে নেব, এমনটা হতে পারে না। আমরা মোট ৩৫ জন এ কমিটিকে প্রত্যাখ্যান করেছি। আরও অনেকে করবেন।