বান্ধবীর কাছে সাজল পুলিশ অবশেষে ধরা
jugantor
বান্ধবীর কাছে সাজল পুলিশ অবশেষে ধরা

  কুমিল্লা ব্যুরো  

০২ এপ্রিল ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় পুলিশের পোশাক পরে বান্ধবীকে নিয়ে রিকশায় বেড়ানোর সময় মো. সাগর হোসেন (১৯) নামে এক তরুণ গ্রেফতার হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। সাগর হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। বান্ধবীকে নিয়ে রিকশায় যাওয়ার পথে নজরে পড়ে চান্দিনা থানা পুলিশের। এ সময় নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ঢাকায় কর্মরত আছে বলে দাবি করে ওই তরুণ। তার কথায় গড়মিল থাকায় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, বান্ধবীর কাছে নিজেকে পুলিশ পরিচয় দিতে এ কৌশল নিয়েছে সে।

বান্ধবীর কাছে সাজল পুলিশ অবশেষে ধরা

 কুমিল্লা ব্যুরো 
০২ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় পুলিশের পোশাক পরে বান্ধবীকে নিয়ে রিকশায় বেড়ানোর সময় মো. সাগর হোসেন (১৯) নামে এক তরুণ গ্রেফতার হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। সাগর হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। বান্ধবীকে নিয়ে রিকশায় যাওয়ার পথে নজরে পড়ে চান্দিনা থানা পুলিশের। এ সময় নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ঢাকায় কর্মরত আছে বলে দাবি করে ওই তরুণ। তার কথায় গড়মিল থাকায় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, বান্ধবীর কাছে নিজেকে পুলিশ পরিচয় দিতে এ কৌশল নিয়েছে সে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন