উদ্বোধনের আগেই দেশের সর্বাধুনিক বাস টার্মিনালে ত্রুটি
সিলেট ব্যুরো
০২ এপ্রিল ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেশের সর্বাধুনিক বাস টার্মিনাল নির্মিত হয়েছে সিলেটে। নির্মাণকাজ শেষ হলেও এখনো নগরভবনের কাছে হস্তান্তর হয়নি। উদ্বোধনের অপেক্ষায়ও আছে কদমতলী টার্মিনালটি। তবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে পরীক্ষামূলক ব্যবহারের জন্য। প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালে ত্রুটির অভিযোগ তুলেছেন নগরীর মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার বিকালে নগরভবনের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে বাস টার্মিনালের ত্রুটি তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সম্প্রতি বাস টার্মিনালটি আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, হস্তান্তর ও উদ্বোধনের আগেই বাস টার্মিনালের চালা ও ছাদের মাঝখানে ফাঁকা সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে সিসিক মেয়র আরিফুল হক জানান, দেশের সর্বাধুনিক বাস টার্মিনালের একটি অংশে ত্রুটি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করি। এ নিয়ে জনমনে কোনো বিভ্রান্তি যেন না ছড়ায় সেজন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জেলার এলজিইডি তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে রাখা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নে ১২২৮ কোটি টাকা বিল পাশ করেন। এরমধ্যে ৮০ শতাংশ সরকার এবং বাকি ২০ শতাংশ সিসিকের নিজস্ব অর্থায়ন থেকে। সিলেটের জনগণের স্বার্থে স্থানীয় সরকার ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে আরও ৯টি প্রকল্পের জন্য আবেদন করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উদ্বোধনের আগেই দেশের সর্বাধুনিক বাস টার্মিনালে ত্রুটি
দেশের সর্বাধুনিক বাস টার্মিনাল নির্মিত হয়েছে সিলেটে। নির্মাণকাজ শেষ হলেও এখনো নগরভবনের কাছে হস্তান্তর হয়নি। উদ্বোধনের অপেক্ষায়ও আছে কদমতলী টার্মিনালটি। তবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে পরীক্ষামূলক ব্যবহারের জন্য। প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালে ত্রুটির অভিযোগ তুলেছেন নগরীর মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার বিকালে নগরভবনের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে বাস টার্মিনালের ত্রুটি তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সম্প্রতি বাস টার্মিনালটি আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, হস্তান্তর ও উদ্বোধনের আগেই বাস টার্মিনালের চালা ও ছাদের মাঝখানে ফাঁকা সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে সিসিক মেয়র আরিফুল হক জানান, দেশের সর্বাধুনিক বাস টার্মিনালের একটি অংশে ত্রুটি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করি। এ নিয়ে জনমনে কোনো বিভ্রান্তি যেন না ছড়ায় সেজন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জেলার এলজিইডি তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে রাখা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নে ১২২৮ কোটি টাকা বিল পাশ করেন। এরমধ্যে ৮০ শতাংশ সরকার এবং বাকি ২০ শতাংশ সিসিকের নিজস্ব অর্থায়ন থেকে। সিলেটের জনগণের স্বার্থে স্থানীয় সরকার ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে আরও ৯টি প্রকল্পের জন্য আবেদন করা হয়েছে।