টেকনাফে পুলিশি অভিযান

মানব পাচারকারী ৫ দালালসহ আটক ১৯

 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
২৮ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মানব পাচারকারী ৫ দালাল ও মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার রাতে সদর ইউনিয়নের নাইট্যংপাড়া থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম। এদের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ এবং ৭ জন শিশু রয়েছে। আটক দালালরা হলেন নাইট্যংপাড়ার বাসিন্দা দ্বীন ইসলাম, ইউনুছ, মো. জাহিদ, মো. জামাল এবং হাজেরা খাতুন। ওই পুলিশ কর্মকর্তা জানান, গোপন সংবাদে ভিত্তিতে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যং পাড়া আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে ৫ দালালসহ ১৯ ব্যক্তিকে আটক করা হয়। দালালরা বাদে সবাই মিয়ানমারের নাগরিক।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন