ফরিদপুরে পাঁচ নৈশপ্রহরীকে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

 ফরিদপুর ব্যুরো 
২৮ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের বড় বাজার বাখুন্ডায় শনিবার ভোরে দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ৩০ জনের একদল ডাকাত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বাজারের পাঁচ নৈশপ্রহরীকে বেঁধে মারধরের পর ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে। এ ঘটনায় নগদ অর্থসহ ৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা গেছে। ডাকাতদের মারধরে আহত জালাল নামের এক নৈশপ্রহরীকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাখুন্ডা বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান জানান, বাজারের তিনপাশ গেট দিয়ে আটকানো। ভোরে গাড়িতে করে এসে ডাকাতেরা বাজারের অদূরে নেমে মুখ ঢেকে হেঁটে সিঁড়ি দিয়ে বাজারের ভেতরে প্রবেশ করে। এরপর বাজারের নৈশপ্রহরীদের বেঁধে একেকজনকে একেকস্থানে ফেলে রাখে। ডাকাতদের হাতে পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তিনি আরও জানান, একে একে বাজারের বড় বড় ১০টি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। আলমিরা খুলতে ডাকাতরা লোহা কাটার গ্যাস সিলিন্ডারের যন্ত্র নিয়ে আসে।

ক্ষতিগ্রস্তরা জানান, চাল ব্যবসায়ী রাজীব শেখের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বেশি অর্থ ও মালামাল লুট করা হয়। গোবিন্দ দত্তের মুক্তা জুয়েলার্স, ধীরেন চন্দ্রের মা জুয়েলার্স, ফজলুল হকের তালুকদার হার্ডওয়্যার, উৎপল দত্তের অনিক জুয়েলার্স, দেলোয়ার হোসেনের ইলেকট্রনিক্সের দোকান, দুটি মুদি দোকান, একটি ফলের ও একটি মোবাইল ফোন রিচার্জের দোকানে ডাকাতি হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিল বলেন, ক্ষতিগ্রস্তদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। মামলার পর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন