চালের বস্তায় ৩৮ লাখ টাকা!

 লালমনিরহাট প্রতিনিধি 
২৯ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

লালমনিরহাটে তিস্তা টোল প্লাজায় ঢাকাগামী একটি বাসে রোববার তল্লাশি চালিয়ে চালের বস্তা থেকে ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মমিনুর ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুরের কিশামত গ্রামে। লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক এসআই আঙ্গুর বলেন, আটককৃত ওই ব্যক্তি দাবি করে বলেন, তার মামার কনস্ট্রাকশন কাজের লেনদেনের টাকা নিয়ে ঢাকা যাচ্ছিল। তার কথামতো বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন