মোহনপুরে শিশু হত্যার অভিযোগে মা গ্রেফতার
রাজশাহীর মোহনপুরে ৩৮ দিন বয়সের শিশুকন্যা হত্যার অভিযোগে মা তানিয়া খাতুনকে (২০) রোববার গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শিশুটিকে শনিবার বাড়ির গরুর নাইন্দের (গরুকে ঘাস-পানি খাওয়ানোর পাত্রবিশেষ) পানির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। উপজেলার মৌগাছী ইউনিয়নের বসন্তকেদার বকপাড়া মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা আলামিন হোসেন শনিবার রাতে মোহনপুর থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, শনিবার বিকালে শিশুটির বাবা বাড়ির বাইরে ছিলেন। মা তানিয়া এক প্রতিবেশীকে কুকুরে কামড় দিয়েছে বলে শিশুটিকে রেখে দেখতে যান। এ সময় তানিয়ার ভাসুরের স্ত্রী রোজিনা খাতুন তাদের বাড়িতে এসে দেখেন, শিশুটি নাইন্দের পানির মধ্যে পড়ে মরে আছে। তিনি চিৎকার করলে সবাই ছুটে আসেন।
শিশুটির বাবা জানান, খবর পেয়ে তিনি বাড়িতে এসে দেখেন মেয়ে মারা গেছে। পরে স্ত্রী তাকে জানান, বিকালে শোয়ার ঘরে শিশুটিকে ঘুমিয়ে রেখে তিনি প্রতিবেশীর বাড়িতে যান। রোজিনার চিৎকারে বাড়িতে এসে শিশুকে মৃত দেখতে পান।
রোজিনা খাতুন পুলিশকে বলেন, মাত্র ৩৮ দিন বয়সি শিশুর পক্ষে গরুর নাইন্দের মধ্যে একা একা ওঠা কোনোভাবেই সম্ভব নয়। কেউ না কেউ নাইন্দের পানিতে শিশুটিকে ফেলে দিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম বাদশাহ বলেন, রোববার সকালে থানায় এনে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তানিয়া স্বীকার করেন, নিজেই শিশুটিকে নাইন্দের পানিতে ফেলেছেন। তার ওপর জিনের আছর আছে। ওসি আরও বলেন, শিশুর বাবার মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
মোহনপুরে শিশু হত্যার অভিযোগে মা গ্রেফতার
রাজশাহী ব্যুরো
২৯ মে ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহীর মোহনপুরে ৩৮ দিন বয়সের শিশুকন্যা হত্যার অভিযোগে মা তানিয়া খাতুনকে (২০) রোববার গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শিশুটিকে শনিবার বাড়ির গরুর নাইন্দের (গরুকে ঘাস-পানি খাওয়ানোর পাত্রবিশেষ) পানির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। উপজেলার মৌগাছী ইউনিয়নের বসন্তকেদার বকপাড়া মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা আলামিন হোসেন শনিবার রাতে মোহনপুর থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, শনিবার বিকালে শিশুটির বাবা বাড়ির বাইরে ছিলেন। মা তানিয়া এক প্রতিবেশীকে কুকুরে কামড় দিয়েছে বলে শিশুটিকে রেখে দেখতে যান। এ সময় তানিয়ার ভাসুরের স্ত্রী রোজিনা খাতুন তাদের বাড়িতে এসে দেখেন, শিশুটি নাইন্দের পানির মধ্যে পড়ে মরে আছে। তিনি চিৎকার করলে সবাই ছুটে আসেন।
শিশুটির বাবা জানান, খবর পেয়ে তিনি বাড়িতে এসে দেখেন মেয়ে মারা গেছে। পরে স্ত্রী তাকে জানান, বিকালে শোয়ার ঘরে শিশুটিকে ঘুমিয়ে রেখে তিনি প্রতিবেশীর বাড়িতে যান। রোজিনার চিৎকারে বাড়িতে এসে শিশুকে মৃত দেখতে পান।
রোজিনা খাতুন পুলিশকে বলেন, মাত্র ৩৮ দিন বয়সি শিশুর পক্ষে গরুর নাইন্দের মধ্যে একা একা ওঠা কোনোভাবেই সম্ভব নয়। কেউ না কেউ নাইন্দের পানিতে শিশুটিকে ফেলে দিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম বাদশাহ বলেন, রোববার সকালে থানায় এনে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তানিয়া স্বীকার করেন, নিজেই শিশুটিকে নাইন্দের পানিতে ফেলেছেন। তার ওপর জিনের আছর আছে। ওসি আরও বলেন, শিশুর বাবার মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023