সিরাজগঞ্জে পেট থেকে বের করা হলো ১৫ কলম
দেশে প্রথমবারের মতো অপারেশন ছাড়াই অ্যান্ডোস্কপির মাধ্যমে এক যুবকের পেটের ভেতর থেকে ১৫টি কলম বের করেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার এ অসম্ভবকে সম্ভব করেছেন সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান জাহিদুল ইসলাম, কনসালটেন্ট আমিনুল ইসলাম খান ও তাদের দল। ওই যুবক জেলার এনায়েতপুর থানার খুকনী আটারদাগ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মানসিক ভারসাম্যহীন মোতালেব হোসেন (৩৫)।
হাসপাতালের কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান বলেন, রোগী প্রথমে পেটব্যথা নিয়ে ১৬ মে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। ওয়ার্ডের চিকিৎসকরা এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করেও পেটের সমস্যা শনাক্ত করতে পারছিলেন না। পরে রোগীকে আমার কাছে পাঠানো হয়। আমরা পরীক্ষা করে তার পেটের ভেতর ১৫টি কলম দেখে চমকে যাই। পরে অ্যান্ডোস্কপির মাধ্যমেই অপারেশন ছাড়াই আমরা কলমগুলো বের করার সিদ্ধান্ত নিই। আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জিং ছিল কাজটা। কলমগুলো একে একে পাকস্থলীতে সেট হয়ে গিয়েছিল। কলমগুলো বের করতে আমাদের চিন্তা ছিল, কলমগুলো যেন কোনোভাবেই শ্বাসনালিতে গিয়ে শ্বাস বন্ধ না হয়ে যায়। এছাড়া রক্তক্ষরণের একটা আশঙ্কাও ছিল। অবশেষে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আমরা কলমগুলো বের করে নিয়ে আসতে সক্ষম হই।
রোগীর মা লাইলী খাতুন জানান, মোতালেব বিভিন্ন সময় রাস্তা থেকে কলম কুড়িয়ে খেয়ে ফেলতেন।
সিরাজগঞ্জে পেট থেকে বের করা হলো ১৫ কলম
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৯ মে ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেশে প্রথমবারের মতো অপারেশন ছাড়াই অ্যান্ডোস্কপির মাধ্যমে এক যুবকের পেটের ভেতর থেকে ১৫টি কলম বের করেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার এ অসম্ভবকে সম্ভব করেছেন সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান জাহিদুল ইসলাম, কনসালটেন্ট আমিনুল ইসলাম খান ও তাদের দল। ওই যুবক জেলার এনায়েতপুর থানার খুকনী আটারদাগ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মানসিক ভারসাম্যহীন মোতালেব হোসেন (৩৫)।
হাসপাতালের কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান বলেন, রোগী প্রথমে পেটব্যথা নিয়ে ১৬ মে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। ওয়ার্ডের চিকিৎসকরা এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করেও পেটের সমস্যা শনাক্ত করতে পারছিলেন না। পরে রোগীকে আমার কাছে পাঠানো হয়। আমরা পরীক্ষা করে তার পেটের ভেতর ১৫টি কলম দেখে চমকে যাই। পরে অ্যান্ডোস্কপির মাধ্যমেই অপারেশন ছাড়াই আমরা কলমগুলো বের করার সিদ্ধান্ত নিই। আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জিং ছিল কাজটা। কলমগুলো একে একে পাকস্থলীতে সেট হয়ে গিয়েছিল। কলমগুলো বের করতে আমাদের চিন্তা ছিল, কলমগুলো যেন কোনোভাবেই শ্বাসনালিতে গিয়ে শ্বাস বন্ধ না হয়ে যায়। এছাড়া রক্তক্ষরণের একটা আশঙ্কাও ছিল। অবশেষে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আমরা কলমগুলো বের করে নিয়ে আসতে সক্ষম হই।
রোগীর মা লাইলী খাতুন জানান, মোতালেব বিভিন্ন সময় রাস্তা থেকে কলম কুড়িয়ে খেয়ে ফেলতেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023