রংপুরে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

গ্রেফতার এক
 রংপুর ব্যুরো 
০৮ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে নাইট কোচের যাত্রীর কাছ থেকে দেড় কোটি টাকা মূল্যের ১৫টি সোনার বার উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ফয়সাল মৃধা (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে মুন্সীগঞ্জ সদরের দেওভোগ মৃধাবাড়ি এলাকার মৃত আবুল হোসেন ছেলে। বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক আসলাম আলী মন্ডল।

একটি নাইট কোচে বড় ধরনের মাদকের চালান আসছে। এমন খবরের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক আসলাম আলী মন্ডল, এসআই আতাউর রহমানসহ অন্যরা নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে অবস্থান নেন। বুধবার সকাল ৮টায় ঢাকা থেকে শ্যামলী পরিবহণ রংপুর নগরীর ঢাকা কোচ স্ট্যান্ডে এলে সেখানে ফয়সাল মৃধা (৩৮) নামে এক যাত্রীকে বাস থেকে নামিয়ে তার শরীর তল্লাশি করা হলে তার কোমরের বেল্টের সঙ্গে বিশেষভাবে রাখা ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এ ঘটনায় মামলা হয়েছে। সোনার বারসহ আসামি ফয়সালকে গ্রেফতার করা হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন