আ.লীগের হাতে দেশ নিরাপদ নয় : সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ সরকার বলছে তাদের দল না করা মানুষরা নাকি এদেশের নাগরিক না। তারা নাকি পাকিস্তানপন্থি। আওয়ামী লীগ দেশকে বিভক্ত করে, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, পুরো রাষ্ট্রকে পকেটে ঢুকিয়ে সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে দিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়, দেশের মর্যাদা ও অস্তিত্বও নিরাপদ নয়। সরকার আন্তর্জাতিক একটি শক্তির কাছে দেশকে ভয়ংকর নিলামে তুলেছে। বুধবার বিকালে অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের ঢাকা-দিনাজপুর রোডমার্চ শেষে রংপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে এক সভায় তিনি এসব কথা বলেন।
গণতন্ত্র মঞ্চের রংপুর জেলা সমন্বয়ক ও জেএসডি সভাপতি আমিন উদ্দিন বিএসসি’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য মোফাখখারুল ইসলাম নবাবসহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলার নেতারা।
আ.লীগের হাতে দেশ নিরাপদ নয় : সাকি
রংপুর ব্যুরো
০৮ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ সরকার বলছে তাদের দল না করা মানুষরা নাকি এদেশের নাগরিক না। তারা নাকি পাকিস্তানপন্থি। আওয়ামী লীগ দেশকে বিভক্ত করে, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, পুরো রাষ্ট্রকে পকেটে ঢুকিয়ে সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে দিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়, দেশের মর্যাদা ও অস্তিত্বও নিরাপদ নয়। সরকার আন্তর্জাতিক একটি শক্তির কাছে দেশকে ভয়ংকর নিলামে তুলেছে। বুধবার বিকালে অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের ঢাকা-দিনাজপুর রোডমার্চ শেষে রংপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে এক সভায় তিনি এসব কথা বলেন।
গণতন্ত্র মঞ্চের রংপুর জেলা সমন্বয়ক ও জেএসডি সভাপতি আমিন উদ্দিন বিএসসি’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য মোফাখখারুল ইসলাম নবাবসহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলার নেতারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023