বোয়ালমারীতে খুন
বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মেহেদী মৃধা (২৩) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।
গ্রেফতাররা হলেন-বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এবং একই উপজেলার কামারগ্রাম মৃধাপাড়া এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে বিল্লাল মৃধা (২৩), একই গ্রামের কালামিয়ার ছেলে শহীদ (৩৫), লিয়াকতের ছেলে ওবায়দুর (৪৫), ওবায়দুরের ছেলে সোহান (১৯), আবু মিয়ার ছেলে গফুর (৫০)।
গ্রেফতার বিল্লাল মৃধা বিতর্কিত টিকটিক ভিডিও শেয়ার করায় দুই মাস আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগে মঙ্গলবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই দিন সকালে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা ছালাম মৃধা। মামলায় ৯ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন বলেন, এ হত্যাকাণ্ডের মূল হোতা বিল্লাল মৃধা ও শহীদ। গ্রেফতারকৃত অন্যরা এ হত্যায় সহযোগিতা করেন।
বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫
বোয়ালমারীতে খুন
ফরিদপুর ব্যুরো
০৮ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মেহেদী মৃধা (২৩) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।
গ্রেফতাররা হলেন-বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এবং একই উপজেলার কামারগ্রাম মৃধাপাড়া এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে বিল্লাল মৃধা (২৩), একই গ্রামের কালামিয়ার ছেলে শহীদ (৩৫), লিয়াকতের ছেলে ওবায়দুর (৪৫), ওবায়দুরের ছেলে সোহান (১৯), আবু মিয়ার ছেলে গফুর (৫০)।
গ্রেফতার বিল্লাল মৃধা বিতর্কিত টিকটিক ভিডিও শেয়ার করায় দুই মাস আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগে মঙ্গলবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই দিন সকালে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা ছালাম মৃধা। মামলায় ৯ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন বলেন, এ হত্যাকাণ্ডের মূল হোতা বিল্লাল মৃধা ও শহীদ। গ্রেফতারকৃত অন্যরা এ হত্যায় সহযোগিতা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023