ফেনীর সোনাগাজী

জীবনের নিরাপত্তা চেয়ে জিডির পর ব্যবসায়ীকে গুলি

 সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 
০৮ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ফেনীর সোনাগাজীতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার তিন দিনের মধ্যে আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে হামলা থেকে রক্ষা পেয়েছেন ওই ব্যবসায়ী। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলমগীর স্টোরে এ ঘটনা ঘটে।

পুলিশ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী জানায়, দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া গ্রামের নূরুল আমিনের ছেলে আলমগীরের মৎস্য প্রকল্প জবরদখলে নিতে স্থানীয় ভূমিদস্যু বলে পরিচিত রফিকুল ইসলাম বাদল ও রাসেল আমিনের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী তাকে কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছেন। ৩ জুন আলমগীর জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় জিডি করেন। এর তিন দিন পর চারজন দুর্বৃত্ত আলমগীরের দোকানে ঢুকে তাকে লক্ষ করে গুলি করে। আলমগীর দোকানের মেঝেতে বসে পড়ায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলির আঘাতে আলমগীর মাটিতে লুটিয়ে পড়েছেন ভেবে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন