ইবি শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

 ইবি প্রতিনিধি 
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বুধবার কুষ্টিয়া হাউজিং ডি ব্লকে শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটে। হামলা করেন অগ্রণী ব্যাংক কুষ্টিয়ার চৌহাস শাখার প্রিন্সিপাল অফিসার সোহেল মাহমুদ।

আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সকাল ৯টার দিকে ওই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

কয়েকজন শিক্ষার্থী জানান, বুধবার প্রাতঃভ্রমণে বের হন ড. মোস্তাফিজ। কুষ্টিয়ার আবাসিক এলাকার হাউজিং ডি ব্লকের সামনে পৌঁছালে তার ওপর হামলা চালায় প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সোহেল মাহমুদ। তিনি মোস্তাফিজকে এলোপাতাড়ি কিল-ঘুসি দেন। তাকে পরিবারসহ কুষ্টিয়া শহর ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। না গেলে প্রাণনাশের হুমকিও দেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন