আদমদীঘিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষকের আত্মহত্যা

 বগুড়া ব্যুরো 
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

জেলার আদমদীঘিতে ঢাকাগামী ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিয়ে হারুনুর রশিদ (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের কাছে কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে সান্তাহার রেলওয়ে থানার এসআই আবুল বাশার বলেন, মাদ্রাসার এক ছাত্রীকে জড়িয়ে অপবাদ ও সাময়িক বরখাস্ত করায় তিনি আত্মহননের পথ বেছে নেন বলে জানা গেছে। লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হারুনুর রশিদ নওগাঁর রাণীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী শেখের ছেলে। তিনি রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক ছিলেন। বেশ কয়েক দিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন।

নিহত শিক্ষক হারুনুর রশিদের ভাতিজা আবদুল মালেক খন্দকার দাবি করেন, প্রতিপক্ষরা মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সাথে তাকে জড়িয়ে অপবাদ দেন। তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন। তার চাচা এই মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে, শরীরচর্চা শিক্ষক হারুনুর রশিদের বিরুদ্ধে মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এছাড়া আরো কিছু অভিযোগে গত ১ জুন মাদ্রাসা সুপার শরীফ উদ্দিন মাযহারী স্বাক্ষরিত চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে মোবাইল ফোন বন্ধ রাখায় মাদ্রাসা সুপারের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তারা বলেন, শিক্ষকের পরিবার থেকে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন