Logo
Logo
×

খবর

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) বিভিন্ন সময় দেওয়া নিয়োগের অনিয়ম খুঁজতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশ্ববিদ্যালয়টির শীর্ষ পদগুলোয় প্রেষণে বারবার একই কর্মকর্তার নিয়োগ, কর্মকর্তাদের আত্মীয়স্বজনকে চাকরি দেওয়া এবং নিয়োগ পেয়ে দিনের পর দিন অফিস ফাঁকি দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এসব বিষয়ে জানতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল রামেবির অস্থায়ী কার্যালয়ে অভিযান চালিয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চালানো এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। দুদক কর্মকর্তারা রামেবির রেজিস্ট্রার আনোয়ারুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার দপ্তর থেকে বিভিন্ন নথিপত্র নিয়ে যান। এসব পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, নিয়োগসংক্রান্ত বেশকিছু অভিযোগ পেয়ে আমরা তদন্ত করতে এসেছি। সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র নেওয়া হয়েছে। এগুলো পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম