অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের
বড়াইগ্রামে আ.লীগ নেতাকে হাতুড়িপেটা
নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সদ্য সাবেক সংসদ-সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতির কবর জিয়ারত শেষে ফেরার পথে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে গেলে জোনাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হককেও মারধর করার অভিযোগ উঠেছে। নজরুল ইসলাম উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে।
এদিকে নজরুলের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার বড়াইগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ডলি রানী বলেন, নজরুল ইসলামের পা থেকে কোমর পর্যন্ত বেশকিছু ক্ষত রয়েছে। তার চিকিৎসা চলছে।
গোলাম মোস্তফা বলেন, ২০২১ সালের ১৪ আগস্ট জোনাইল বাজারে ভ্যানের ধাক্কা লাগায় তারা আমার ভাইকে মেরে পা ভেঙে দিয়েছিল। তার প্রতিশোধ নিতেই আমরা হালকা মারধর করেছি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, নজরুল ইসলামের ভাই আলতাফ হোসেন মঙ্গলবার থানায় গোলাম মোস্তফা ও আহসান আলীসহ সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বড়াইগ্রামে আ.লীগ নেতাকে হাতুড়িপেটা
অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সদ্য সাবেক সংসদ-সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতির কবর জিয়ারত শেষে ফেরার পথে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে গেলে জোনাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হককেও মারধর করার অভিযোগ উঠেছে। নজরুল ইসলাম উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে।
এদিকে নজরুলের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার বড়াইগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ডলি রানী বলেন, নজরুল ইসলামের পা থেকে কোমর পর্যন্ত বেশকিছু ক্ষত রয়েছে। তার চিকিৎসা চলছে।
গোলাম মোস্তফা বলেন, ২০২১ সালের ১৪ আগস্ট জোনাইল বাজারে ভ্যানের ধাক্কা লাগায় তারা আমার ভাইকে মেরে পা ভেঙে দিয়েছিল। তার প্রতিশোধ নিতেই আমরা হালকা মারধর করেছি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, নজরুল ইসলামের ভাই আলতাফ হোসেন মঙ্গলবার থানায় গোলাম মোস্তফা ও আহসান আলীসহ সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023