বরাদ্দের নামে টাকা আত্মসাৎ
৮ মামলার আসামি হলেন বিশ্বনাথের চেয়ারম্যান
সাইবারসহ ৮ মামলার আসামি হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এসএম নুনু মিয়া। সাইবার মামলা বাদে বাকি ৭ মামলা হয়েছে সরকারি নলকূপ বরাদ্দ দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে। এ ৭ মামলায় তার সহকারী দবির মিয়াকেও আসামি করা হয়েছে। সোমবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে তাদের নামে দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী উপজেলার লামাকাজী ইউনিয়নের খোজারপাড়ার দিলোয়ার হোসেন। আরেকটি মামলা করেন একই গ্রামের সামছুল হক। দুই মামলাতেই দবির মিয়াকে ১নং আসামি ও নুনু মিয়াকে ২নং আসামি করা হয়েছে। দবির পৌরসভার মিয়াজানেরগাঁও গ্রামের মৃত সাজিদ মিয়ার ছেলে ও পৌরসভা আওয়ামী লীগের সদস্য। এর মধ্যে একটি মামলায় ৩নং আসামি করা হয়েছে আমতৈল গ্রামের মুসা মিয়াকে। দুটি মামলায় গভীর নলকূপ ও ওয়াশব্লক দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এদিকে ১০ সেপ্টেম্বর সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আরও তিনটি মামলা করেন লামাকাজী ইউনিয়নের তিন ভুক্তভোগী। তারা হলেন দিঘলী গ্রামের রইছ উদ্দিন, বশিরপুর গ্রামের জমির আলী ও একানিধা গ্রামের মো. আব্দুল্লাহ। এর আগে ২২ আগস্ট সরকারি বরাদ্দ দেওয়ার নামে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নুনু মিয়া ও দবিরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন খাজাঞ্চী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জামাল আহমদ। অপরদিকে ৫ সেপ্টেম্বর নুনু মিয়ার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শ্রমিকনেতা ময়না মিয়া সিলেটের সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেন। একইদিন সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে উপজেলা যুবলীগ নেতা পৌর শহরের মুফতিরগাঁও গ্রামের রাজন আহমদ অপু মামলা করেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন নুনু মিয়া বলেন, সুবিধা না পেয়ে একটি পক্ষ মানুষ দিয়ে তার বিরুদ্ধে এসব মিথ্যা মামলা করাচ্ছে।
৮ মামলার আসামি হলেন বিশ্বনাথের চেয়ারম্যান
বরাদ্দের নামে টাকা আত্মসাৎ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাইবারসহ ৮ মামলার আসামি হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এসএম নুনু মিয়া। সাইবার মামলা বাদে বাকি ৭ মামলা হয়েছে সরকারি নলকূপ বরাদ্দ দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে। এ ৭ মামলায় তার সহকারী দবির মিয়াকেও আসামি করা হয়েছে। সোমবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে তাদের নামে দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী উপজেলার লামাকাজী ইউনিয়নের খোজারপাড়ার দিলোয়ার হোসেন। আরেকটি মামলা করেন একই গ্রামের সামছুল হক। দুই মামলাতেই দবির মিয়াকে ১নং আসামি ও নুনু মিয়াকে ২নং আসামি করা হয়েছে। দবির পৌরসভার মিয়াজানেরগাঁও গ্রামের মৃত সাজিদ মিয়ার ছেলে ও পৌরসভা আওয়ামী লীগের সদস্য। এর মধ্যে একটি মামলায় ৩নং আসামি করা হয়েছে আমতৈল গ্রামের মুসা মিয়াকে। দুটি মামলায় গভীর নলকূপ ও ওয়াশব্লক দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এদিকে ১০ সেপ্টেম্বর সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আরও তিনটি মামলা করেন লামাকাজী ইউনিয়নের তিন ভুক্তভোগী। তারা হলেন দিঘলী গ্রামের রইছ উদ্দিন, বশিরপুর গ্রামের জমির আলী ও একানিধা গ্রামের মো. আব্দুল্লাহ। এর আগে ২২ আগস্ট সরকারি বরাদ্দ দেওয়ার নামে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নুনু মিয়া ও দবিরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন খাজাঞ্চী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জামাল আহমদ। অপরদিকে ৫ সেপ্টেম্বর নুনু মিয়ার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শ্রমিকনেতা ময়না মিয়া সিলেটের সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেন। একইদিন সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে উপজেলা যুবলীগ নেতা পৌর শহরের মুফতিরগাঁও গ্রামের রাজন আহমদ অপু মামলা করেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন নুনু মিয়া বলেন, সুবিধা না পেয়ে একটি পক্ষ মানুষ দিয়ে তার বিরুদ্ধে এসব মিথ্যা মামলা করাচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023