ভাষাসৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলের ভাষাসৈনিক রিজিয়া খাতুন (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৯টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় তিনি মারা যান। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে নড়াইল শহরের আদালতপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রিজিয়া খাতুন নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার নুর জালালের মেয়ে এবং মহিষখোলা এলাকার মরহুম অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের স্ত্রী।
রিজিয়া খাতুন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে একজন অগ্রজ সৈনিক ছিলেন। তিনি ১০-১৫ জনকে সঙ্গে নিয়ে শহরের তৎকালীন কালীদাস ট্যাংক (বর্তমান টাউন ক্লাব) এর পাশে প্রথম শহিদ মিনার তৈরি করে ভাষা শহিদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।
