তরুণদের লড়াই ‘বুড়োদের’ সঙ্গে
কোস্টারিকা ও স্পেন
২৬ জনের দলে ২৫ বা এর কম বয়সি খেলোয়াড় আছেন ১৪ জন। স্কোয়াডের গড় বয়সের হিসাবে কাতার বিশ্বকাপের তৃতীয় কনিষ্ঠ দল স্পেন। দলে বড় কোনো তারকা না থাকলেও প্রতিভার কমতি নেই। দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অভিযানে তারুণ্যই এবার বড় ভরসা স্পেনের। দোহার আল থুমামা স্টেডিয়ামে বুড়ো কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে তরুণ স্পেনের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে আজ। স্পেনের অধিকাংশ খেলোয়াড়ের প্রথম বিশ্বকাপ এটি। ২০১০ বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসাবে এবারের দলে আছেন শুধু অধিনায়ক সের্হিও বুসকেতস। গত দুটি বিশ্বকাপ লা রোহাদের জন্য ছিল ব্যর্থতার গল্প।
২০১৪ আসরে শেষ গ্রুপপর্ব ও ২০১৮ আসরে শেষ ষোলো থেকে বিদায়। তবে লুইস এনরিকের কোচিংয়ে গত তিন বছরে কক্ষপথে ফেরার পথে অনেকটাই এগিয়ে গেছে স্পেন। পেদ্রি, গাভি, আনসু ফাতি ও ফেরান তরেসের উত্থানে এনরিকের দলে এখন তারুণ্যের জয়গান। স্পেনের নতুন এই প্রজন্মের প্রথম পরীক্ষা হতে যাচ্ছে এমন এক দলের বিপক্ষে, যাদের অভিজ্ঞতার ঝুলি ঋদ্ধ।
কেইলর নাভাস, ব্রায়ান রুইজ, জোয়েল ক্যাম্পবেল, সেলসো বোর্হেসসহ কোস্টারিকার মূল খেলোয়াড়দের প্রায় সবারই বয়স ত্রিশের ঘরে। ২০১৪ বিশ্বকাপে খেলা ছয়জন আছেন এবারের দলে। সেবার কোয়ার্টার ফাইনালে উঠে সবাইকে চমকে দিলেও ২০১৮ বিশ্বকাপে জয়শূন্য ছিল কোস্টারিকা। বুড়োদের দল নিয়ে এবারও গ্রুপপর্ব উতরানো কঠিন হবে তাদের জন্য।
কোস্টারিকার প্রাণভোমরা গোলকিপার নাভাস পিএসজির প্রথম একাদশে জায়গা হারানোয় ক্লাব ফুটবলে গত পাঁচ মাসে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাননি। বিশ্বকাপে তার সামনে তাই বড় চ্যালেঞ্জ। গত ইউরোর সেমিফাইনাল ও নেশন্স লিগের ফাইনালে খেলা স্পেনের চোখ এবার শিরোপায়। নাভাসদের হারিয়ে সেই অভিযান শুরু করতে চায় তারা।
দেশ : স্পেন
বিশ্বকাপে অংশগ্রহণ
এ নিয়ে ১৬ বার
সেরা ফল : ২০১০ আসরে
চ্যাম্পিয়ন
কোচ : লুইস এনরিকে
মূল খেলোয়াড় : সের্হিও বুসকেতস
শক্তি : একঝাঁক তরুণ প্রতিভা
দুর্বলতা : গোলমুখে ধারাবাহিক
নন কেউ
ফিফা র্যাংকিং : ৭
ডাক নাম : লা রোহা
দেশ : কোস্টারিকা
বিশ্বকাপে অংশগ্রহণ
এ নিয়ে ষষ্ঠবার
সেরা ফল : ২০১৪ আসরে
কোয়ার্টার ফাইনাল
কোচ : লুইস ফার্নান্দো সুয়ারেজ
মূল খেলোয়াড় : কেইলর নাভাস
শক্তি : জমাট রক্ষণ
দুর্বলতা : মূল খেলোয়াড়দের
পড়তি ফর্ম
ফিফা র্যাংকিং : ৩১
ডাক নাম : লা সেলে
তরুণদের লড়াই ‘বুড়োদের’ সঙ্গে
কোস্টারিকা ও স্পেন
ক্রীড়া ডেস্ক
২৩ নভেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
২৬ জনের দলে ২৫ বা এর কম বয়সি খেলোয়াড় আছেন ১৪ জন। স্কোয়াডের গড় বয়সের হিসাবে কাতার বিশ্বকাপের তৃতীয় কনিষ্ঠ দল স্পেন। দলে বড় কোনো তারকা না থাকলেও প্রতিভার কমতি নেই। দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অভিযানে তারুণ্যই এবার বড় ভরসা স্পেনের। দোহার আল থুমামা স্টেডিয়ামে বুড়ো কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে তরুণ স্পেনের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে আজ। স্পেনের অধিকাংশ খেলোয়াড়ের প্রথম বিশ্বকাপ এটি। ২০১০ বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসাবে এবারের দলে আছেন শুধু অধিনায়ক সের্হিও বুসকেতস। গত দুটি বিশ্বকাপ লা রোহাদের জন্য ছিল ব্যর্থতার গল্প।
২০১৪ আসরে শেষ গ্রুপপর্ব ও ২০১৮ আসরে শেষ ষোলো থেকে বিদায়। তবে লুইস এনরিকের কোচিংয়ে গত তিন বছরে কক্ষপথে ফেরার পথে অনেকটাই এগিয়ে গেছে স্পেন। পেদ্রি, গাভি, আনসু ফাতি ও ফেরান তরেসের উত্থানে এনরিকের দলে এখন তারুণ্যের জয়গান। স্পেনের নতুন এই প্রজন্মের প্রথম পরীক্ষা হতে যাচ্ছে এমন এক দলের বিপক্ষে, যাদের অভিজ্ঞতার ঝুলি ঋদ্ধ।
কেইলর নাভাস, ব্রায়ান রুইজ, জোয়েল ক্যাম্পবেল, সেলসো বোর্হেসসহ কোস্টারিকার মূল খেলোয়াড়দের প্রায় সবারই বয়স ত্রিশের ঘরে। ২০১৪ বিশ্বকাপে খেলা ছয়জন আছেন এবারের দলে। সেবার কোয়ার্টার ফাইনালে উঠে সবাইকে চমকে দিলেও ২০১৮ বিশ্বকাপে জয়শূন্য ছিল কোস্টারিকা। বুড়োদের দল নিয়ে এবারও গ্রুপপর্ব উতরানো কঠিন হবে তাদের জন্য।
কোস্টারিকার প্রাণভোমরা গোলকিপার নাভাস পিএসজির প্রথম একাদশে জায়গা হারানোয় ক্লাব ফুটবলে গত পাঁচ মাসে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাননি। বিশ্বকাপে তার সামনে তাই বড় চ্যালেঞ্জ। গত ইউরোর সেমিফাইনাল ও নেশন্স লিগের ফাইনালে খেলা স্পেনের চোখ এবার শিরোপায়। নাভাসদের হারিয়ে সেই অভিযান শুরু করতে চায় তারা।
দেশ : স্পেন
বিশ্বকাপে অংশগ্রহণ
এ নিয়ে ১৬ বার
সেরা ফল : ২০১০ আসরে
চ্যাম্পিয়ন
কোচ : লুইস এনরিকে
মূল খেলোয়াড় : সের্হিও বুসকেতস
শক্তি : একঝাঁক তরুণ প্রতিভা
দুর্বলতা : গোলমুখে ধারাবাহিক
নন কেউ
ফিফা র্যাংকিং : ৭
ডাক নাম : লা রোহা
দেশ : কোস্টারিকা
বিশ্বকাপে অংশগ্রহণ
এ নিয়ে ষষ্ঠবার
সেরা ফল : ২০১৪ আসরে
কোয়ার্টার ফাইনাল
কোচ : লুইস ফার্নান্দো সুয়ারেজ
মূল খেলোয়াড় : কেইলর নাভাস
শক্তি : জমাট রক্ষণ
দুর্বলতা : মূল খেলোয়াড়দের
পড়তি ফর্ম
ফিফা র্যাংকিং : ৩১
ডাক নাম : লা সেলে
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023