দক্ষিণ কোরিয়ার সন-স্বস্তি

 ক্রীড়া ডেস্ক 
২৪ নভেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

গ্রুপপর্ব থেকে বিদায় নিলেও রাশিয়া বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে আলোড়ন তুলেছিল দক্ষিণ কোরিয়া। কাতারেও তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে এক সাবেক চ্যাম্পিয়নের মুখোমুখি হয়ে। দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার সামনে আজ উরুগুয়ে। অগ্নিপরীক্ষায় নামার আগে কাল ভক্তদের দারুণ এক সুখবর দিলেন দক্ষিণ কোরিয়া কোচ পাওলো বেন্তো। চোখে অস্ত্রোপচারের ধকল সামলে আজ মাঠে নামতে প্রস্তুত দলটির প্রাণভোমরা সন হিয়ুং-মিন। মুখে বিশেষ মুখোশ পরে খেলবেন টটেনহাম ফরোয়ার্ড।

দক্ষিণ কোরিয়া দলে সনের কোনো বিকল্প নেই। এখানেই এগিয়ে উরুগুয়ে। নিজের শেষ বিশ্বকাপে শুরুর একাদশে জায়গা নিশ্চিত নয় উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজের। আক্রমণভাগে সাবেক বার্সেলোনা তারকার সঙ্গে আছেন দারউইন নুনেজ, এদিনসন কাভানি ও ম্যাক্সি গোমেজ। গত আসরে কোয়ার্টার ফাইনালে খেলা উরুগুয়ের লক্ষ্য এবার তৃতীয় বিশ্বকাপ ট্রফি। লক্ষ্যটা বাস্তবসম্মত না হলেও বিদায়ি আসরে বড় স্বপ্নই দেখছেন সুয়ারেজ।

দেশ : দক্ষিণ কোরিয়া

বিশ্বকাপে অংশগ্রহণ

এ নিয়ে ১০ বার

সেরা ফল : ২০০২ আসরে চতুর্থ

কোচ : পাওলো বেন্তো

মূল খেলোয়াড় : সন

হিউং-মিন

শক্তি : আক্রমণভাগ

দুর্বলতা : শতভাগ

ফিট নন সন

ফিফা র‌্যাংকিং : ২৮

ডাক নাম : এশিয়ার বাঘ

দেশ : উরুগুয়ে

বিশ্বকাপে অংশগ্রহণ : এ

নিয়ে ১৪ বার

সেরা ফল : ১৯৩০ ও ১৯৫০

আসরে চ্যাম্পিয়ন

কোচ : দিয়েগো আলন্সো

মূল খেলোয়াড়ার : লুইস সুয়ারেজ

শক্তি : জমাট রক্ষণ

দুর্বলতা : আক্রমণভাগে বয়সি খেলোয়াড় বেশি

ফিফা র‌্যাংকিং : ১৪

ডাক নাম : লা সেলেস্তে

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন