হলান্ডের সময় কাটছে যেভাবে
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারিনি নরওয়ে। তাই ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে অনুপস্থিত আর্লিং হলান্ড। কাতারে যেতে না পারায় অখণ্ড অবসর ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ডের। সময়টা কাজে লাগাচ্ছেন হলান্ড ডেটিং করে। ভাগ্যবতী সেই তরুণীর নাম ইসাবেল ইগসেঙ জোহানসেন। তিনি একজন নারী ফুটবলার। নরওয়েজিয়ান। হলান্ডের বয়স ২২। ইসাবেলের ১৮।
বেশ কয়েক মাস ধরে দুজনকে একসঙ্গে হাতে হাত রেখে ঘুরতে দেখা যাচ্ছে। নরওয়ের মার্বেলায় এ সপ্তাহে এই যুগলকে একসঙ্গে আবিষ্কার করা হয়। দুজনে পরস্পরের ভালো বন্ধু, এমনটি দাবি করেন হলান্ড ও ইসাবেল। নরওয়ের ব্রাইন নামের শহরে তারা একসঙ্গে বড় হয়েছেন। দুজনই স্থানীয় ফুটবল দলে খেলেছেন।
ম্যানসিটির হয়ে নিজের অভিষেক মৌসুমে ১৩ ম্যাচে ১৮ গোল করা হলান্ড এর আগে বলেছিলেন, ‘আমি প্রেম করছি ফুটবলের সঙ্গে। ফুটবলই আমার বান্ধবী।’ তিনি মজা করে বলেন, ‘যতবার হ্যাটট্রিক করি, ঘুমাতে যাওয়ার সময় বিছানায় পাঁচটি বল রাখি। ভালো লাগে।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হলান্ডের সময় কাটছে যেভাবে
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারিনি নরওয়ে। তাই ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে অনুপস্থিত আর্লিং হলান্ড। কাতারে যেতে না পারায় অখণ্ড অবসর ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ডের। সময়টা কাজে লাগাচ্ছেন হলান্ড ডেটিং করে। ভাগ্যবতী সেই তরুণীর নাম ইসাবেল ইগসেঙ জোহানসেন। তিনি একজন নারী ফুটবলার। নরওয়েজিয়ান। হলান্ডের বয়স ২২। ইসাবেলের ১৮।
বেশ কয়েক মাস ধরে দুজনকে একসঙ্গে হাতে হাত রেখে ঘুরতে দেখা যাচ্ছে। নরওয়ের মার্বেলায় এ সপ্তাহে এই যুগলকে একসঙ্গে আবিষ্কার করা হয়। দুজনে পরস্পরের ভালো বন্ধু, এমনটি দাবি করেন হলান্ড ও ইসাবেল। নরওয়ের ব্রাইন নামের শহরে তারা একসঙ্গে বড় হয়েছেন। দুজনই স্থানীয় ফুটবল দলে খেলেছেন।
ম্যানসিটির হয়ে নিজের অভিষেক মৌসুমে ১৩ ম্যাচে ১৮ গোল করা হলান্ড এর আগে বলেছিলেন, ‘আমি প্রেম করছি ফুটবলের সঙ্গে। ফুটবলই আমার বান্ধবী।’ তিনি মজা করে বলেন, ‘যতবার হ্যাটট্রিক করি, ঘুমাতে যাওয়ার সময় বিছানায় পাঁচটি বল রাখি। ভালো লাগে।’