ম্যারাডোনার ছেলে বললেন...

 ক্রীড়া ডেস্ক 
২৫ নভেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপ শুরু করার পর থেকে সমালোচনার মুখে পড়েছেন লিওনেল মেসি। এবার সেই তালিকায় নাম লেখালেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ছেলে। দিয়েগো ম্যারাডোনা জুনিয়রের মতে, ম্যারাডোনা ও মেসির মধ্যে যারা তুলনা টানেন, তারা ফুটবল বোঝেন না। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারকে অবিশ্বাস্য বলে মনে করছেন ম্যারাডোনা-তনয়। ম্যারাডোনার মৃত্যুর পর এই প্রথম ফুটবল বিশ্বকাপ হচ্ছে। মেগা টুর্নামেন্টে ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসাবে ধরা হয় আর্জেন্টিনাকে।

ম্যারাডোনার জাদুতে ভর করে ১৯৮৬ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ভক্তদের আশা, জীবনের শেষ বিশ্বকাপে দেশকে ট্রফি জেতাবেন মেসিও। টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে খেলতে এসেছে স্কালোনির দল। কিন্তু সৌদি আরবের মতো দুর্বল দলের বিরুদ্ধে মেসিদের হারে সেই স্বপ্ন ধাক্কা খেয়েছে। ভক্ত থেকে শুরু করে ফুটবল বিশেষজ্ঞ, সবার তোপের মুখে আর্জেন্টিনা। ম্যারাডোনা জুনিয়রের দাবি, ‘এই হারে আমি একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছি। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার আমি বিশ্বাস করতে পারছি না। এটা একটা অঘটন। তবে ফুটবল এরকমই। দুর্বল দলের বিরুদ্ধেও অনেক সময় আটকে যায় ভালো দলগুলো।’ মেসির সঙ্গে বরাবরই ম্যারাডোনার তুলনা টানা হয়। তুলনাটা উড়িয়ে দিচ্ছেন ম্যারাডোনা জুনিয়র। তার মতে, ‘ম্যারাডোনা আর মেসির তুলনাই হয় না। যারা এই তুলনা টানেন, তারা ফুটবল খেলা দেখেন না, বোঝেনও না। দুজন দুই পৃথিবীর খেলোয়াড়। তবে মেসিকে নিয়ে আমি এখনই আশাহত হচ্ছি না।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ফুটবল বিশ্বকাপ ২০২২

২৮ ডিসেম্বর, ২০২২