আজ আসছে ভারত
ফুটবল বিশ্বকাপের ডামাডোলে ভারতের বিপক্ষে সিরিজ আড়ালে পড়ে গেছে। রোহিত শর্মার দল তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ সন্ধ্যায় ঢাকায় আসছে। ঢাকায় নেমে আজ বিশ্রামে কাটাবেন সফরকারীরা। আগামীকাল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে ভারত।
সর্বশেষ নিউজিল্যান্ডে খেলা সিরিজে ভারতের প্রথম সারির অনেক ক্রিকেটার ছিলেন না। নিউজিল্যান্ড সফরে বিশ্রাম পেলেও বাংলাদেশে আসছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল-মোহাম্মদ শামিরা। বাংলাদেশ সফর দিয়েই আগামী বছর ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে ভারতের। দুদিন অনুশীলনের পর রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডে মাঠে নামবেন কোহলিরা। একই মাঠে ৭ ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ১০ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ১৪ ডিসেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২২ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আজ আসছে ভারত
ফুটবল বিশ্বকাপের ডামাডোলে ভারতের বিপক্ষে সিরিজ আড়ালে পড়ে গেছে। রোহিত শর্মার দল তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ সন্ধ্যায় ঢাকায় আসছে। ঢাকায় নেমে আজ বিশ্রামে কাটাবেন সফরকারীরা। আগামীকাল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে ভারত।
সর্বশেষ নিউজিল্যান্ডে খেলা সিরিজে ভারতের প্রথম সারির অনেক ক্রিকেটার ছিলেন না। নিউজিল্যান্ড সফরে বিশ্রাম পেলেও বাংলাদেশে আসছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল-মোহাম্মদ শামিরা। বাংলাদেশ সফর দিয়েই আগামী বছর ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে ভারতের। দুদিন অনুশীলনের পর রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডে মাঠে নামবেন কোহলিরা। একই মাঠে ৭ ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ১০ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ১৪ ডিসেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২২ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট।