‘আমিই আসল কিলিয়ান’
কিলিয়ান এমবাপ্পের কাজিন তিনি। টিনএজ শিক্ষার্থী। ফ্রান্স নয়, ইংল্যান্ডের লেস্টারে থাকেন। তার নামও কিলিয়ান। বয়স ১৬। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে শনিবার মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। এক কিলিয়ান ইংল্যান্ডের মন ভাঙার জন্য মাঠে নামবেন। আরেক কিলিয়ানের সমর্থন থাকবে ইংল্যান্ডের দিকে।
কিলিয়ানও ফুটবল খেলেন। তার সদর্প ঘোষণা, ‘আমিই আসল কিলিয়ান এমবাপ্পে। আমি ইংল্যান্ডের সমর্থক। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি এমবাপ্পেকে রুখে দেব। আমিও ওর মতো দ্রুতলয়ের ফুটবল খেলি। আমি একজন ভালো ডিফেন্ডার।’ বাঁ পায়ের ফুটবলার কিলিয়ানের
জন্ম প্যারিসে। তার বাবাসহ পরিবারের সবাই ফ্রান্সের সমর্থক। কিন্তু তিনি আছেন ইংল্যান্ডের পেছনে। সেই সমর্থন এতই প্রবল যে, কিলিয়ান ফরাসি ভাষার চেয়ে ইংরেজি এখন অনেক ভালো বলতে পারেন। তার কাজিন কিলিয়ান এমবাপ্পে আয় করেন সপ্তাহে সাড়ে ছয় লাখ পাউন্ড। প্যারিসে ৩০ লাখ পাউন্ডের ফ্ল্যাটে থাকেন। আর কিলিয়ান বাসন ধুয়ে ঘণ্টায় ছয় পাউন্ডের কিছু বেশি রোজগার করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘আমিই আসল কিলিয়ান’
কিলিয়ান এমবাপ্পের কাজিন তিনি। টিনএজ শিক্ষার্থী। ফ্রান্স নয়, ইংল্যান্ডের লেস্টারে থাকেন। তার নামও কিলিয়ান। বয়স ১৬। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে শনিবার মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। এক কিলিয়ান ইংল্যান্ডের মন ভাঙার জন্য মাঠে নামবেন। আরেক কিলিয়ানের সমর্থন থাকবে ইংল্যান্ডের দিকে।
কিলিয়ানও ফুটবল খেলেন। তার সদর্প ঘোষণা, ‘আমিই আসল কিলিয়ান এমবাপ্পে। আমি ইংল্যান্ডের সমর্থক। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি এমবাপ্পেকে রুখে দেব। আমিও ওর মতো দ্রুতলয়ের ফুটবল খেলি। আমি একজন ভালো ডিফেন্ডার।’ বাঁ পায়ের ফুটবলার কিলিয়ানের
জন্ম প্যারিসে। তার বাবাসহ পরিবারের সবাই ফ্রান্সের সমর্থক। কিন্তু তিনি আছেন ইংল্যান্ডের পেছনে। সেই সমর্থন এতই প্রবল যে, কিলিয়ান ফরাসি ভাষার চেয়ে ইংরেজি এখন অনেক ভালো বলতে পারেন। তার কাজিন কিলিয়ান এমবাপ্পে আয় করেন সপ্তাহে সাড়ে ছয় লাখ পাউন্ড। প্যারিসে ৩০ লাখ পাউন্ডের ফ্ল্যাটে থাকেন। আর কিলিয়ান বাসন ধুয়ে ঘণ্টায় ছয় পাউন্ডের কিছু বেশি রোজগার করেন।