লাবুশেনের সেঞ্চুরি
টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে ফেরার উপলক্ষ্যটা সেঞ্চুরিতে রাঙালেন মার্নাস লাবুশেন। ৯৯ রানে আউট হওয়ার পরের টেস্টেই তিন অঙ্কের স্বাদ পেয়ে গেলেন ট্রাভিস হেড। দারুণ এক জুটিতে দুজন হতাশ করলেন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে ছুটছে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা বৃহস্পতিবার প্রথমদিন তিন উইকেট হারিয়ে তুলেছে ৩৩০ রান।
পার্থে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির পর এবার ১২০ রানে অপরাজিত আছেন লাবুশেন। তার ২৩৫ বলের ইনিংসে চার ১১টি। ১৩৯ বলে ১২ চারে ১১৪ রানে খেলছেন হেড। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ১৯৯। তাদের প্রাপ্তির দিনে অবশ্য শূন্য রানে আউট হন স্টিভেন স্মিথ। উসমান খাজার ব্যাট থেকে আসে ৬২ রান। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই টেস্টে দলকে নেতৃত্বও দিচ্ছেন স্মিথ।
ওয়ার্নারের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসাবে টেস্টে টানা তিন ইনিংসে সেঞ্চুরির কীর্তি দুবার গড়লেন লাবুশেন। প্রথমবার ছিল ২০১৯ সালের শেষদিকে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আগের দিন জো রুটকে সরিয়ে র্যাংকিংয়ের শীর্ষে ফেরা লাবুশেনের সবশেষ পাঁচ ইনিংসে সেঞ্চুরি হলো চারটি। আর ক্যারিয়ারে ১০টি।
অ্যাডিলেডের ঘরের ছেলে হেড ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন ১২৫ বলে। দ্বিতীয়দিনে দুই ব্যাটারের সামনেই ইনিংস আরও বড় করার হাতছানি।
প্রিমিয়ার ভলিবল
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে জিতেছে বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ভলিবল ক্লাব ও ওয়ারী ক্লাব। বৃহস্পতিবার শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আনসার ৩-০ সেটে আজাদ স্পোর্টিং ক্লাবকে, বিজিবি ৩-০ সেটে বাংলাদেশ জেলকে, পুলিশ ভলিবল ক্লাব ৩-০ সেটে ঢাকা সবুজ ক্লাবকে এবং ওয়ারী ক্লাব ৩-০ সেটে হারায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লাবুশেনের সেঞ্চুরি
টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে ফেরার উপলক্ষ্যটা সেঞ্চুরিতে রাঙালেন মার্নাস লাবুশেন। ৯৯ রানে আউট হওয়ার পরের টেস্টেই তিন অঙ্কের স্বাদ পেয়ে গেলেন ট্রাভিস হেড। দারুণ এক জুটিতে দুজন হতাশ করলেন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে ছুটছে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা বৃহস্পতিবার প্রথমদিন তিন উইকেট হারিয়ে তুলেছে ৩৩০ রান।
পার্থে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির পর এবার ১২০ রানে অপরাজিত আছেন লাবুশেন। তার ২৩৫ বলের ইনিংসে চার ১১টি। ১৩৯ বলে ১২ চারে ১১৪ রানে খেলছেন হেড। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ১৯৯। তাদের প্রাপ্তির দিনে অবশ্য শূন্য রানে আউট হন স্টিভেন স্মিথ। উসমান খাজার ব্যাট থেকে আসে ৬২ রান। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই টেস্টে দলকে নেতৃত্বও দিচ্ছেন স্মিথ।
ওয়ার্নারের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসাবে টেস্টে টানা তিন ইনিংসে সেঞ্চুরির কীর্তি দুবার গড়লেন লাবুশেন। প্রথমবার ছিল ২০১৯ সালের শেষদিকে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আগের দিন জো রুটকে সরিয়ে র্যাংকিংয়ের শীর্ষে ফেরা লাবুশেনের সবশেষ পাঁচ ইনিংসে সেঞ্চুরি হলো চারটি। আর ক্যারিয়ারে ১০টি।
অ্যাডিলেডের ঘরের ছেলে হেড ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন ১২৫ বলে। দ্বিতীয়দিনে দুই ব্যাটারের সামনেই ইনিংস আরও বড় করার হাতছানি।
প্রিমিয়ার ভলিবল
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে জিতেছে বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ভলিবল ক্লাব ও ওয়ারী ক্লাব। বৃহস্পতিবার শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আনসার ৩-০ সেটে আজাদ স্পোর্টিং ক্লাবকে, বিজিবি ৩-০ সেটে বাংলাদেশ জেলকে, পুলিশ ভলিবল ক্লাব ৩-০ সেটে ঢাকা সবুজ ক্লাবকে এবং ওয়ারী ক্লাব ৩-০ সেটে হারায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে।