কুস্তিতে আনসার চ্যাম্পিয়ন
jugantor
কুস্তিতে আনসার চ্যাম্পিয়ন

  ক্রীড়া প্রতিবেদক  

১৯ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

বিজয় দিবস কুস্তির পুরুষ ও মেয়েদের দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। রোববার শহিদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনভর খেলা শেষে মেয়েদের বিভাগ নয়টি স্বর্ণ জিতে আনসার চ্যাম্পিয়ন ও সাতটি স্বর্ণ জিতে সেনাবাহিনী রানার্সআপ হয়। পুরুষ বিভাগে পাঁচটি স্বর্ণ, চারটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে আনসার চ্যাম্পিয়ন এবং তিনটি স্বর্ণ, পাঁচটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয় সেনাবাহিনী। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিক্স

বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিক্স শুরু হবে শুক্রবার। আর্মি স্টেডিয়ামে তিনদিনের প্রতিযোগিতায় প্রায় চার শতাধিক অ্যাথলেট অংশ নেবেন। ৪৬ ইভেন্টে খেলা হবে। ফিল্ড অ্যান্ড ট্র্যাকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল প্রথমদিন বিকালে। তিনদিনের মিট হলেও প্রথমদিনেই দেশ পেয়ে যাবে স্প্রিন্টের রাজা ও রানিকে। সবশেষ আসরে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবের খেতাব ধরে রাখেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করেন শিরিন আক্তার।

কুস্তিতে আনসার চ্যাম্পিয়ন

 ক্রীড়া প্রতিবেদক 
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বিজয় দিবস কুস্তির পুরুষ ও মেয়েদের দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। রোববার শহিদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনভর খেলা শেষে মেয়েদের বিভাগ নয়টি স্বর্ণ জিতে আনসার চ্যাম্পিয়ন ও সাতটি স্বর্ণ জিতে সেনাবাহিনী রানার্সআপ হয়। পুরুষ বিভাগে পাঁচটি স্বর্ণ, চারটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে আনসার চ্যাম্পিয়ন এবং তিনটি স্বর্ণ, পাঁচটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয় সেনাবাহিনী। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিক্স

বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিক্স শুরু হবে শুক্রবার। আর্মি স্টেডিয়ামে তিনদিনের প্রতিযোগিতায় প্রায় চার শতাধিক অ্যাথলেট অংশ নেবেন। ৪৬ ইভেন্টে খেলা হবে। ফিল্ড অ্যান্ড ট্র্যাকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল প্রথমদিন বিকালে। তিনদিনের মিট হলেও প্রথমদিনেই দেশ পেয়ে যাবে স্প্রিন্টের রাজা ও রানিকে। সবশেষ আসরে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবের খেতাব ধরে রাখেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করেন শিরিন আক্তার।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন