আফিফের ফিফটি
সারা বিশ্বের খেলাপাগল মানুষ মাতোয়ারা ছিল ফুটবল বিশ্বকাপ নিয়ে। এদিকে দেশের মাটিতে চলছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। আড়ালে পড়ে আছে লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল)। দুদিন আগে এলপিএলে ডাক পেয়েই আলো কেড়ে নিলেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার আফিফ হোসেন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার গল গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে জাফনা কিংসের জার্সিতে ৩৫ বলে ৫৪ রান করেছেন তিনি। পাঁচ চার ও এক ছক্কায় সাজানো তার ইনিংস। এলপিএলে অভিষেকে দারুণ ইনিংসের পর আফিফ বলেন, ‘ডাক পাওয়ার পর মাঠে নামার জন্য রোমাঞ্চিত ছিলাম। ফিফটি করতে পেরে দারুণ খুশি। এখানে অনেক সতীর্থের সঙ্গে আমি বিপিএলে খেলেছি। এজন্য আরও ভালো লাগছে।’ টস জিতে ব্যাট করতে নেমে আফিফের ফিফটিতে জাফনা আট উইকেটে ১৭০ রান করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আফিফের ফিফটি
সারা বিশ্বের খেলাপাগল মানুষ মাতোয়ারা ছিল ফুটবল বিশ্বকাপ নিয়ে। এদিকে দেশের মাটিতে চলছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। আড়ালে পড়ে আছে লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল)। দুদিন আগে এলপিএলে ডাক পেয়েই আলো কেড়ে নিলেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার আফিফ হোসেন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার গল গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে জাফনা কিংসের জার্সিতে ৩৫ বলে ৫৪ রান করেছেন তিনি। পাঁচ চার ও এক ছক্কায় সাজানো তার ইনিংস। এলপিএলে অভিষেকে দারুণ ইনিংসের পর আফিফ বলেন, ‘ডাক পাওয়ার পর মাঠে নামার জন্য রোমাঞ্চিত ছিলাম। ফিফটি করতে পেরে দারুণ খুশি। এখানে অনেক সতীর্থের সঙ্গে আমি বিপিএলে খেলেছি। এজন্য আরও ভালো লাগছে।’ টস জিতে ব্যাট করতে নেমে আফিফের ফিফটিতে জাফনা আট উইকেটে ১৭০ রান করে।