কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাকার কেরানীগঞ্জে ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে বিদ্যুতের প্রিপেইড মিটার সিস্টেম। প্রথম পর্যায়ে প্রায় ১ লাখ ২০ হাজার গ্রাহককে প্রিপেইড মিটার সংযোগ দেয়া হবে। পর্যায়ক্রমে সব গ্রাহককে এ সিস্টেমের আওতায় আনা হবে। এতে গ্রাহকের হয়রানি কমার পাশাপাশি বিদ্যুৎ চুরি বন্ধ করা যাবে। শনিবার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সদর দফতরে বিশেষ স্টাফ সভায় এসব তথ্য জানান সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মাহবুব রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুস সালাম বলেন, দিন দিন পল্লী বিদ্যুতের সেবার মান উন্নত হচ্ছে। আগের চেয়ে বিদ্যুতের বকেয়া বিল কমে গেছে। এখন আর লোডশেডিং নেই বললেই চলে। বিশেষ স্টাফ সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক অঞ্জন কান্তি দাস, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন ও পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সহ-সভাপতি মোহাম্মদ শোয়েব।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯