বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া
যুগান্তর রিপোর্ট
২৪ জুন ২০১৯, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ৬ দিনব্যাপী যৌথ অনুশীলন মহড়া লালমনিরহাটে শুরু হয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম রোববার মহড়াটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে রংপুর ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার ও পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
মহড়ায় গ্রুপ ক্যাপ্টেন আব্বাস আলীর নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনীর প্রায় ২৫০ ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমানবাহিনীর মিশন কমান্ডার মেজর খ্রিস্টোফার ফালমার নেতৃত্বে প্রায় ১০০ সদস্যসহ নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ডের ৬ জন চিকিৎসক অংশ নিয়েছেন।
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ মহড়ার মাধ্যমে ওই এলাকার অধিবাসীদের চিকিৎসা সেবা ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে দ্রুত ক্ষতিগ্রস্ত ভবন, বাড়িঘর নির্মাণে নানাবিধ সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাটের আশপাশের এলাকার প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। এছাড়া এলাকার ৫টি ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবন পুনর্নির্মাণ কার্যক্রমসহ স্যানিটারি সামগ্রী দেয়া হচ্ছে। আইএসপিআর।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ৬ দিনব্যাপী যৌথ অনুশীলন মহড়া লালমনিরহাটে শুরু হয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম রোববার মহড়াটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে রংপুর ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার ও পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
মহড়ায় গ্রুপ ক্যাপ্টেন আব্বাস আলীর নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনীর প্রায় ২৫০ ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমানবাহিনীর মিশন কমান্ডার মেজর খ্রিস্টোফার ফালমার নেতৃত্বে প্রায় ১০০ সদস্যসহ নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ডের ৬ জন চিকিৎসক অংশ নিয়েছেন।
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ মহড়ার মাধ্যমে ওই এলাকার অধিবাসীদের চিকিৎসা সেবা ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে দ্রুত ক্ষতিগ্রস্ত ভবন, বাড়িঘর নির্মাণে নানাবিধ সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাটের আশপাশের এলাকার প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। এছাড়া এলাকার ৫টি ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবন পুনর্নির্মাণ কার্যক্রমসহ স্যানিটারি সামগ্রী দেয়া হচ্ছে। আইএসপিআর।