গাজীপুরে ছয় ডাকাতসহ গ্রেফতার ৮
অস্ত্র ও জাল টাকা উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পৃথক অভিযানে অস্ত্রসহ ছয় ডাকাত এবং জাল টাকাসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর বাসন থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের ডিসি মো. জাকির হাসান। এ সময় এডিসি রেজোয়ানুল ইসলাম ও বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
গ্রেফতার ডাকাতরা হল- মহানগরের চান্দনা মধ্যপাড়ার হানিফ মিয়ার ছেলে আরিফ হোসেন (২২), জয়পুরহাটের কালাই আগলাপাড়ার জাহিদুল ইসলামের ছেলে সোহেল (২৮), নোয়াখালীর সোনাইমুড়ির বিজয়নগরের আবদুর রশিদ মিয়ার ছেলে সুমন মিয়া (২৮), জামালপুরের মেলান্দহর মাহমুদপুরের মোবারক হোসেনের ছেলে মিজানুর রহমান (২৯), ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়ার আবদুল করিমের ছেলে শহিদুল্লাহ (২৪) ও কুমিল্লার হোমনার অনন্তপুরের হানিফ মিয়ার ছেলে শাহজালাল মিয়া (২৪) এবং গ্রেফতার প্রতারকরা হল- কিশোরগঞ্জের করিমগঞ্জের সুরুজ মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (২২) ছাতরাপাড়ার বিল্লাল হোসেনের মেয়ে শাপলা আক্তার (২৩)।
গাজীপুর মহানগর পুলিশের ডিসি মো. জাকির হাসান আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মহানগরীর চান্দনা মধ্যপাড়া দেলোয়ার হোসেনের টিনশেড বাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে বাসন থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করে।
অপরদিকে বৃহস্পতিবার রাত ৪টার দিকে মহানগরীর চান্দনা এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে দুই লাখ ৬৩ হাজার সমমানের জাল টাকা জব্দ করা হয়েছে। এ দুই ঘটনায় বাসন থানায় পৃথক মামলা করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাজীপুরে ছয় ডাকাতসহ গ্রেফতার ৮
অস্ত্র ও জাল টাকা উদ্ধার
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পৃথক অভিযানে অস্ত্রসহ ছয় ডাকাত এবং জাল টাকাসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর বাসন থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের ডিসি মো. জাকির হাসান। এ সময় এডিসি রেজোয়ানুল ইসলাম ও বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
গ্রেফতার ডাকাতরা হল- মহানগরের চান্দনা মধ্যপাড়ার হানিফ মিয়ার ছেলে আরিফ হোসেন (২২), জয়পুরহাটের কালাই আগলাপাড়ার জাহিদুল ইসলামের ছেলে সোহেল (২৮), নোয়াখালীর সোনাইমুড়ির বিজয়নগরের আবদুর রশিদ মিয়ার ছেলে সুমন মিয়া (২৮), জামালপুরের মেলান্দহর মাহমুদপুরের মোবারক হোসেনের ছেলে মিজানুর রহমান (২৯), ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়ার আবদুল করিমের ছেলে শহিদুল্লাহ (২৪) ও কুমিল্লার হোমনার অনন্তপুরের হানিফ মিয়ার ছেলে শাহজালাল মিয়া (২৪) এবং গ্রেফতার প্রতারকরা হল- কিশোরগঞ্জের করিমগঞ্জের সুরুজ মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (২২) ছাতরাপাড়ার বিল্লাল হোসেনের মেয়ে শাপলা আক্তার (২৩)।
গাজীপুর মহানগর পুলিশের ডিসি মো. জাকির হাসান আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মহানগরীর চান্দনা মধ্যপাড়া দেলোয়ার হোসেনের টিনশেড বাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে বাসন থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করে।
অপরদিকে বৃহস্পতিবার রাত ৪টার দিকে মহানগরীর চান্দনা এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে দুই লাখ ৬৩ হাজার সমমানের জাল টাকা জব্দ করা হয়েছে। এ দুই ঘটনায় বাসন থানায় পৃথক মামলা করা হয়েছে।