সিদ্ধিরগঞ্জে দুই পরিবহণ চাঁদাবাজ গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের (চিটাগাংরোড) শিমরাইলের নয়াআটি এলাকা থেকে দুই পরিবহণ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার বেলা সাড়ে ১১টায় লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- তানভীর আহমেদ ওরফে রুবেল মৃধা ও মিজানুর রহমান তালুকদার। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ২ হাজার ৪৫০ টাকা ও চাঁদা আদায়ের একটি খাতা জব্দ করে র্যাব। রোববার দুপুর আড়াইটায় র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিদ্ধিরগঞ্জে দুই পরিবহণ চাঁদাবাজ গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের (চিটাগাংরোড) শিমরাইলের নয়াআটি এলাকা থেকে দুই পরিবহণ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার বেলা সাড়ে ১১টায় লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- তানভীর আহমেদ ওরফে রুবেল মৃধা ও মিজানুর রহমান তালুকদার। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ২ হাজার ৪৫০ টাকা ও চাঁদা আদায়ের একটি খাতা জব্দ করে র্যাব। রোববার দুপুর আড়াইটায় র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।