আড়াইহাজারে ডাকাতের হামলায় ট্রাকের হেলপার নিহত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ডাকাতের হামলায় আড়াইহাজারে বিল্লাল হোসেন (২২) নামের এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৈবই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামের আবু কালামের ছেলে।
নিহতের বাবা আবু কালাম জানান, তার ছেলে বিল্লাল ট্রাকচালকের সহকারী। ট্রাকে ঢাকা থেকে সবজি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। ভোরে ট্রাকটি আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দৈবই পৌঁছলে ৪-৫ জন ডাকাত ট্রাকটি থামিয়ে টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই সময় চালক ও সহকারীর সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাত দল বিল্লালকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ট্রাকের চালকও আহত হন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আড়াইহাজারে ডাকাতের হামলায় ট্রাকের হেলপার নিহত
ডাকাতের হামলায় আড়াইহাজারে বিল্লাল হোসেন (২২) নামের এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৈবই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামের আবু কালামের ছেলে।
নিহতের বাবা আবু কালাম জানান, তার ছেলে বিল্লাল ট্রাকচালকের সহকারী। ট্রাকে ঢাকা থেকে সবজি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। ভোরে ট্রাকটি আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দৈবই পৌঁছলে ৪-৫ জন ডাকাত ট্রাকটি থামিয়ে টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই সময় চালক ও সহকারীর সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাত দল বিল্লালকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ট্রাকের চালকও আহত হন।